নয়া দিল্লিঃ করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নিত্য বাড়তে থাকা সংক্রমিতের সংখ্যা এবং সেই সঙ্গে মৃত্যু সংখ্যা, নাজেহাল চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। রোগীদের সেবায় প্রানপাত করছে চিকিৎসকরা। সেই চিকিৎসকদেরও প্রান কেড়ে নিচ্ছে করোনা। ভারতের করোনা যুদ্ধে এগিয়ে এসেছেন বিশ্ব তারকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গঠন করেছিলেন একটি কোভিড ত্রাণ তহবিল।
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রিয়াঙ্কা শুরু থেকেই নিজের উদ্বিগ্নতা দেখিয়ে এসেছেন। গতমাসে ভারতের জন্যে তৈরি করেছিলেন কোভিড ত্রাণ তহবিল। ‘TogetherForIndia’ নামে গঠিত এই তহবিলে সকলকে নিজের সামর্থ্য মত অনুদান দিয়ে সাহায্য করতে অনুরোধ করেছিলেন। স্বামী নিক জোনাসকে (Nick Jonas) সঙ্গে নিয়ে এই উদ্যোগ তিনি গঠন করেছিলেন। প্রিয়াঙ্কা এবং নিকের গঠিত এই তলবিল ৩ মিলিয়ন (3 million) ডলার সংগ্রহ করেছ। ভারতীয় অর্থে যা প্রায় ২২ কোটি টাকা। মঙ্গলবার প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন, যাদের অনুদানের সাহায্যে এই তহবিল গঠিত কয়েছে।
দেশি গার্ল প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই অর্থের সাহায্যে তারা ভারতে ৫০০ টি অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen concentrator) এবং ৪২২ টি অক্সিজেন সিলিন্ডার (oxygen cylinder) পাঠাতে সক্ষম হবেন। এছাড়া ভারতের ১০ টি টিকা কেন্দ্রের জন্যে ম্যানপাওয়ার বা জনশক্তি জোগাবেন যা আগামী ২ মাসের মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়ার জন্যে সহায়তা করবে। প্রিয়াঙ্কা এবং নিকের পাশাপাশি একাধিক হলিউড তারকা এগিয়ে এসেছেন ভারতকে সাহায্য করতের।
ভারতে অক্সিজেনের অভাবে নিত্য করোনা রোগীদের মৃত্যু হচ্ছে। বিগত দুই মাস ধরে চলে আসছে এই অক্সিজেন সংকট। তবুও দেশের সরকারের সেদিকে নজর নেই। তাই এগিয়ে আসতে হচ্ছে দেশের জনগনদের। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা স্বেচ্চা সেবী সংস্থা নিজেদের সাধ্য মত চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনা আক্রান্তদের পাশে থাকার। অক্সিজেন, ওষুধ, বেড এগুলির পরেও রয়েছে টিকার আকাল। টিকা না পেয়ে বসে আছে সাধারণ মানুষ। ভ্যাকসিনেসন সেন্টারের বাইরে লম্বা লাইন দিয়েও ফিরে আসতে হচ্ছে ভ্যাকসিন না পেয়ে। তাও জোগান নেই ভ্যাকসিনের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.