৬৫ জন নিখোঁজ
সাগরের বুকে পি ৩০৫ বার্জ ৩৫ নিউটিক্যাল মাইল দূরে রয়েছে মুম্বই থেকে নিখোঁজ ছিল ঘূর্ণিঝড় তাউকটের প্রভাবে। এর ২ দিন পর ২২ জনের দেহ উদ্ধার হয়েছে। পি ৩০৫ বার্জটির ৬৫ জনের খোঁজ চলছে। এখনও তাঁরা নিখোঁজ সমুদ্রের বুকে।
নৌসেনা কী জানিয়েছে?
এদিকে, নৌসেনার তরফে জানানো হয়েছে, কঠিন আবহাওয়ার পরিস্থিতিতে আপাতত সেনার জওয়ানরা লড়াই চালিয়ে যাচ্ছেন ৬৫ জনের খোঁজে। উত্তাল সাগরে ঢেউ পেরিয়ে ১৮৬ জনকে তাঁরা আপাতত উদ্ধার করেছেন আরব সাগর থেকে। এছাড়া গ্যাল কনসেনট্রেটারের ১৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১৯৬ জন ছিলেন বার্জ এসএস ৩তে। তাঁরাও সবাই নিরাপদ।
আশা ছাড়া হয়নি
এই মুহূর্তে নৌসেনা কোনও মতেই বাকিদের খুঁজে পেতে আশা ছাড়েনি বলে জানিয়েছে। এদিকে, সমুদ্রের বুক থেকে উদ্ধার হওয়া ২২ জনকে নৌসেনা মুম্বইতে এনেছে। পি ৩০৫ বার্জের ২৭৩ জনের মধ্যে ১৮৬ জনকে উদ্ধার করা গিয়েছে আপাতত।
ইয়াস প্রস্তুতি শুরু
এদিকে, দেশের পশ্চিম প্রান্ত যখন প্রবলভাবে বিধ্বস্ত সাইক্লোন তাউকটের জেরে, তখন পূর্ব প্রান্তে অশনি সংকেত দেখিয়েছে ঘূর্ণিঝড় ইয়স। এই ঝড়েক তাণ্ডবে রীতিমতো উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে নবান্নে। সেখানে দুই ২৪ পরগনাকে সতর্ক করা হয়েছে। মূলত, বঙ্গোপসাগরের বুকে এই ঝড় ধেয়ে আসবে সুন্দরবন উপকূলের দিকে।