মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উঠে পড়ে লেগেছে কংগ্রেস, দাবি বিজেপির
উল্টোদিকে বিজেপির পক্ষ সম্বিৎ পাত্র কংগ্রেসের প্রতীক ব্যবহার করে এক ট্যুইট করে দাবি করেন, এই টুলকিট ব্যবহার করে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। কিন্তু কংগ্রেসের পাল্টা দাবি এটা সম্পূর্ণ রূপে সাজানো ও মিথ্যা একটি অভিযোগ। করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই বিজেপির তরফে একের পর এক মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি কংগ্রেসের। তাই বহু বিজেপি নেতাই বর্তমানে ওই ভুয়ো টুলকিট শেয়ার করছেন।
|
করোনা স্ট্রেনকে 'মোদী স্ট্রেন' বলে প্রচার করার জন্য নির্দেশ
যদিও সম্বিৎ পাত্রের দাবি রাহুল গান্ধী মহামারীর এই সুযোগকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ধ্বংস করতে মেতে উঠেছেন। এমনকী কংগ্রেসের লোগো দেওয়া টুলকিট শেয়ার করে তাঁর দাবি করোনার কংগ্রেস কর্মীদের করোনা স্ট্রেনকে 'মোদী স্ট্রেন' বলে প্রচার করার জন্য নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এখান থেকেই পরিষ্কার তাদের আসল উদ্দেশ্য।
|
কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গৌড়ার বিবৃতি
এদিকে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গৌড়া এক বিবৃতিতে দিয়ে বলেন "বিজেপি কোভিড অব্যবস্থা প্রসঙ্গে এক ফেক টুলকিট ব্যবহার করেছে এবং এর জন্য কংগ্রেসের রিসার্চ বিভাগকে দায়ী করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি।" যদিও কংগ্রেসের তরফে দায়ের করা এফআইআর নিয়ে এখনও বিশেষ মুখ খুলতে দেখা যায়নি পদ্ম শিবিরের নেতাদের।
কংগ্রেসের এফআইআরে আর কোন কোন বিজেপি নেতা ?
পাশাপাশি এখনও পর্যন্ত জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষের বিরুদ্ধে কংগ্রেসের লেটারহেড নিয়ে জালিয়াতি ও মনগড়া বিষয়বস্তু ছাপিয়ে প্রচারের অভিযোগে হাত শিবিরের তরফে এফআইআর দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।