ভারতে চলমান মহামারীর কারণে ফের একবার নতুন করে লকডাউন জারি করা হয়েছে একাধিক রাজ্যে। লকডাউনে সমস্ত পরিষেবা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দেশের বহু মানুষ। আর এই সময়ে গ্রাহকদের কথা ভেবে টেলিকম সংস্থাগুলি ফ্রি পরিকল্পনার সঙ্গে ডবল ডাটা প্যাকের অফার চালু করেছে। এয়ারটেল (Airtel) এবং ভিআই (VI) তাদের ৪৯ টাকার পরিকল্পনা ফ্রি করার সঙ্গে সঙ্গে ৭৯ টাকায় ডবল টকটাইম এর মতো সুবিধা দিচ্ছে গ্রাহকদের। অন্যদিকে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তাদের ১০০ মিলিয়ন জিও ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য চালু করেছে ফ্রি টকটাইম এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মতো পরিষেবাগুলি। তবে সম্প্রতি জিও এরসঙ্গে আরও দুটি নতুন অফার বাজারে প্রকাশ করতে চলেছে।
মহামারীর সময়ে গ্রাহকদের সুবিধার জন্য জিও (Jio) চালু করছে ৩৯ টাকা এবং ৬৯ টাকার দুটি পরিকল্পনা। উভয় প্যাকে গ্রাহকদের মিলবে ১৪ দিনের বৈধতায় আনলিমিটেড কলের মতো সুবিধা।
জিও (Jio) ৩৯ টাকার পরিকল্পনায় গ্রাহকদের মিলবে উচ্চ গতির ১০০ এমবি ডাটার সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা। এর পাশাপাশি জিও তরফে থেকে দেওয়া হবে জিওটিভি, জিও নিউজ, জিও সুরক্ষা, জিও ক্লাউড এর মতো পরিষেবাগুলিও। অন্যদিকে ৬৯ টাকার পরিকল্পনায় গ্রাহকদের মিলবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের সুবিধা, যাতে থাকবে দৈনিক ০.৫ জিবি করে ডাটার সঙ্গে আনলিমিটেড কল এবং জিও সমস্ত অ্যাপ্লিকেশনের বিনামূল্যে সবস্ক্রিপশনের পরিষেবা।
জিও (Jio) অন্যান্য পরিষেবার মধ্যে রয়েছে ৭৫ টাকা, ১২৫ টাকা, ১৫৫ টাকা, ১৮৫ টাকা এবং ৭৪৯ টাকার পরিকল্পনাগুলি। এই প্যাকে গ্রাহকদের মিলবে দৈনিক ০.১ জিবি, ১ জিবি এবং ২ জিবি করে ডাটার সুবিধা। এর পাশাপশি এই পরিকল্পনায় রয়েছে আনলিমিটেড কল এবং জিও সমস্ত অ্যাপ্লিকেশনের বিনামূল্যে সাবস্ক্রিপশনের মতো সুবিধাটি। তবে সংস্থার ৭৪৯ টাকার প্যাকটি সদ্য চালু হওয়া সুবিধার আওতায় আসে না। সংস্থার ৭৪৯ টাকার পরিকল্পনায় গ্রাহকদের দেওয়া হয় ৩৩৬ দিনের জন্য আনলিমিটেড কলের সঙ্গে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটার মতো পরিষেবা। এছাড়াও সংস্থা তরফে জানানো হয়েছে, ৭৪৯ টাকার রিচার্জে প্রতিমাসে গ্রাহকদের মিলবে অতিরিক্ত ৩০০ মিনিটের টকটাইম।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.