চার্জশিটের শিরোনামে মুকুল রায়ের নাম, নারদ কাণ্ডে সিবিআই-এর অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
নারদ কাণ্ডে (narad case) সিবিআই(cbi)-এর দেওয়া চার্জশিটে (chargesheet) মুকুল রায়ের (mukul roy) নাম না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে, তৃণমূল-বাম-সহ অন্যরা। উত্তরে সিবিআই জানিয়েছে, মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার যথেষ্ট প্রমাণ নেই। আদালত সূত্রে খবর, চার্জশিটের শিরোনামেই উল্লেখ রয়েছে সিবিআই বনাম মুকুল রায় ও অন্যান্যরা। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

সোমবার গ্রেফতার ৪ নেতা
সোমবার সাতসকালে বাড়িতে হানা। একে একে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই নিয়ে যায় নিজাম প্যালেসে। সেখানে তাঁদেরকে গ্রেফতার করা হয়। খবর পেয়েই সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ছয় ঘন্টা সেখানে কাটিয়ে ফেরত যান মুখ্যমন্ত্রী।

হাইকোর্টে চার্জশিট সিবিআই-এর
সিবিআই-এর বিশেষ আদালতে এই চার নেতার মুক্তির আদেশ দেওয়া হলেও, হাইকোর্ট ওই চার নেতার গ্রেফতারি বহাল রাখে। ওই চারজনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করে সিবিআই। সেই সময়ই প্রশ্ন ওঠে তাহলে একই মামলায় কেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল না সিবিআই। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই কি তাঁদের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ, সেই প্রশ্ন করেন তৃণমূল-বাম সবাই।

সিবিআই-এর ব্যাখ্যা
তবে সিবিআই-এর তরফে চার্জশিটে বলা হয়েছে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন করা হলেও, তাতে এখনও সম্মতি পাওয়া যায়নি। এই সূত্রে আরও বলা হয়েছে, বর্তমানে বিজেপি থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলেও, মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

শিরোনামে মুকুল রায়ের নাম উল্লেখ
তবে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তার শিরোনামে রয়েছে মুকুল রায়ের নাম। সেখানে রয়েছে 'সিবিআই বনাম মুকুল রায় ও অন্যান্যরা'। ফলে তৃণমূলের তরফে ফের প্রশ্ন তোলা হয়েছে কেন এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হল না। মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মতো নেতাদের তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার সময়ই প্রশ্ন উঠেছিল, তাহলে কি সারদা-রোজভ্যালি আর নারদ কাণ্ডে গ্রেফতারি এড়াতেই তাঁদের এই দলবদল? ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদ কাণ্ডের ভিডিও বিজেপি অফিস থেকে প্রকাশ করা হলেও, ইতিমধ্যেই গেরুয়া শিবির মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে ভিডিও, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছে।