করোনা পরিস্থিতিতে মোদী সরকারকে ভিন দেশের বহু মিডিয়াই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বহু সময়ই মোদী সরকারের পদক্ষেপ নিয়ে তারা সমালোচনা করেছে। তাদের যোগ্য উত্তর দিতে সরকারের তরফে বহু আমলাই অগ্রণী ভূমকা নিয়েছেন। এমন পরিস্থিতিতে দূরদর্শন এবার একটি নতুন চ্যানেল তৈরি করতে চলেছে। শোনা যাচ্ছে মোদী সরকার চাইছে যে এবার ভারতের কথা ভারতের মতো করে ভিন দেশের মানুষও জানুন। ঠিক বিবিসি যেমনটা করে থাকে!
মূলত , ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার বা বিবিসি ব্রিটেনের ভাবধারা থেকে তাদের কথা তুলে ধরে। কাশ্মীরকে বহু ক্ষেক্রেই তারা ভারত অধিকৃত কাশ্মীর বলে সম্বোধন করে। যা নিয়ে দিল্লির আপত্তি থেকেই গিয়েছে। এমন পরিস্থিতিতে কৃষক আন্দোলন থেকে করোনার দ্বিতীয় স্রোত নিয়ে মোদী সরকারের পদক্ষেপের নিয়ে বহু জায়গা থেকেই বিরূপ সমালোচনা এসেছে। সেই জায়গা থেকে এবার ভারতের কথা ভারতের মতো করে বিশ্বকে জানানোর জন্য আসছে ডিডি ইন্ডিয়ার তরফে নতুন চ্যানেল।
প্রসার ভারতীকে সঙ্গে নিয়ে ডিডি ইন্ডিয়ার তরফে নতুন চ্যানেল বিবিসির মতো করে দেশবিদেশে পৌঁছবে। এর আগে ডিডি ইন্ডিয়া , ডিডি ওয়ার্ল্ড নামেও পরিচিতি পেয়েছে। তারপর এটি ফের ২০১৯ সালে ডিডি ইন্ডিয়ার নাম নেয়। এই প্রসার ভারতীর হাত ধরে ডিডিকে বিশ্ব দরবারে এগিয়ে দিতে এবার মন্ত্রিগোষ্ঠীর প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। এবার অপেক্ষা এর উড়ানের ।