দৈনিক মৃত্যুতে ‘বিশ্ব রেকর্ড’ ভারতের, আক্রান্তের সংখ্যা কমলেও বিপদে দেশের ৯৮ শতাংশ জনতা

গত চারদিনে করোনা আক্রান্তের সংখ্যায় খানিক পারাপতন দেখা গেলেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না মৃত্যু মিছিল। এমনকী গত ২৪ ঘণ্টায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গোটা দেশে মারা গেলেন ৪ হাজার ৫২৯ জন। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৬৭ হাজারের বেশি মানুষ।

খানিকটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা

এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজারের কিছু বেশি। সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ ৮৩ হাজারের গণ্ডি। অন্যদিকে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যায় বেশ খানিকটা পারাপতনের জেরে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষের নীচে নেমে এসেছে। মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯।

বিপদে দেশের ৯৮ শতাংশ জনতা

এদিকে মৃত্যুহার বাড়তে থাকায় বিশেষ স্বস্তি দিচ্ছে না জাতীয় সুস্থতার হার। বর্তমানে গোটা দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.২৩ শতাংশ। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা পরিসংখ্যান এমনটাই বলছে। এদিকে এদিনে কেন্দ্রীয় সরকারের একটি ভিন্ন পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ করোনার গ্রাসে এসেছে। এখনও খোলা মাঠেই রয়েছে ৯৮ শতাংশ জনতা।

একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু, আমেরিকাকেও ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড গড়ল ভারতএকদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু, আমেরিকাকেও ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিকাঠামো

যদিও কেন্দ্রের মতে অন্যান্য দেশে জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু ভারতে করোনার এই উত্থানকে ঠেকানো খানিকটা হলেও সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও কেন মৃত্যু মিছিল থামছে না সে প্রশ্ন বারবার করছে ওয়াকিবহাল মহল। প্রশ্নের মুখে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে দৈনিক মৃত্যুহারে ভারতের নতুন রেকর্ডের জেরে ভেঙেছে বিশ্বের অন্যান্য দেশের রেকর্ডও।

মৃত্যুতে বিশ্ব রেকর্ড ভারতের

গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনার কারণে মারা গিয়েছে। কিন্তু এর আগে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল আমেরিকাতে। সেথানে একদিনে করোনার কামড়ে প্রাণ হারিয়েছিলেন ৪ হাজার ৪৬৮ জন। তারিখটা ছিল ১২ জানুয়ারি। অন্যদিকে এপ্রিলের ছয় তারিখে ব্রাজিলে করোনার কারণে প্রাণ হারান ৪ হাজার ২১১ জন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ভারতের রেকর্ডেই এখনও বিশ্বের মধ্যে সর্বোচ্চ।


More CORONAVIRUS News  

Read more about:
English summary
More than four and a half thousand people died in 24 hours, India's 'world record' in daily deaths in corona