বিহারের কোভিড অ্যাপে মুগ্ধ মোদী, করোনা মোকাবিলায় শীঘ্রই দেশব্যাপী প্রচলনের সম্ভাবনা

করোনায় কাবু গোটা দেশ। এদিকে করোনা বাগে আনতে টিকাকরণে গতি বাড়িয়েছে কেন্দ্র। এদিকে করোনা মোকাবিলায় আবার একাধিক রাজ্য নিজস্ব তত্ত্বাবধানেই বানিয়ে ফেলেছে একাধিক অ্যাপ। কোথাও দেওয়া হচ্ছে টিকা সংক্রান্ত সমস্যার সমাধান, তো আবার কোথায় ওষুধ থেকে আইনসোলেশনের খুঁটিনাটি। এমাতবস্থায় করোনা মোকবিলায় সোমবার একটি নয়া অ্যাপ লঞ্চ করে গোটা দেশকে চমকে দেয় বিহার।

সোমবার হোম আইসোলেশন ট্র্যাকিং (এইচআইটি) নামে এই অ্যাপটি লঞ্চ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহার সরকারের উদ্যোগেই তৈরি হয় এই অ্যাপ। মূলত করোনা রোগী শনাক্ত ও তাদের নিভৃতবাসে পাঠানোর ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে এই অ্যাপ। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এবার এই অ্যাপের কথা জানতে পেরেই বিহার সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদীকে।

এদিকে মঙ্গলবারই করোনা মোকবিলায় ৯ রাজ্যে একাধিক জেলার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই পাটনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই “HIT COVID App"-র বিষয়ে শোনেন মোদীষ বিশদে জানতে চান এর কার্যপ্রণালীর বিষয়ে। তাতে রীতিমতো খুশি হন তিনি। তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে এই অ্যাপ তৈরির নীল নকশা পাঠানোরও নির্দেশ দেন।

অনেক বিজেপি নেতাই চাইছেন অবিলম্বে জামিন পেয়ে যান ফিরহাদ-সুব্রত-মদন-শোভনরাঅনেক বিজেপি নেতাই চাইছেন অবিলম্বে জামিন পেয়ে যান ফিরহাদ-সুব্রত-মদন-শোভনরা

শুধু বিহার নয় গোটা দেশব্যাপী যাতে এই অ্যাপের প্রচলন শুরু করা যায় তাই মোদী এই নির্দেশ দিয়েছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এদিকে মোদীর নির্দেশ মিলতেই দ্রুত এই অ্যাপের রূপরেখা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলে জানান বিহারের অতিরিক্ত চিফ সেক্রেটারি (স্বাস্থ্য) প্রত্যয় অমৃত। আগামীতে এই অ্যাপ দেশব্যাপী কাজ করতে শুরু করলে করোনা মোকাবিলায় তা কতটা অগ্রণী ভূমিকা নেয় এখন সেটাই দেখার।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Modi praised the app created by the Bihar government to deal with Corona