ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট মহারাষ্ট্র জুড়ে
প্রসঙ্গত, এদিন গতকাল থেকেই প্রবল আকার নিয়েছে সাইক্লোন তাউকটে। এর জেরে মহারাষ্ট্রে ১৮.৪৩ লাখ মানুষ প্রবল বিদ্যুৎ বিভ্রাটে পড়েছেন। সাইক্লোনর দাপটে মহারাষ্ট্র জুড়ে গাছ পড়েছে বহু জায়গায়। তার ফলেই এই ঘটনা ঘটে যায়।
তাউকটের অভিমুখ কোনদিকে?
প্রসঙ্গত, দুপুর ১:৩০ মিনিট নাগাদ তাউকটে ছিল গুজরাতের সৌরাষ্ট্রের কাছে। আমেদাবাদ থেকে ১৪০ কিলোমিটার দূরে। এরপর থেকে তা উত্তর ও উত্তর পূর্ব বরাবর ৭৫-৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে এগিয়ে যেতে শুরু করে। রাজস্থানের দিকে যেতেই তা নিম্নচাপের রূপ নেয়।
হতাহতের খবর
সাইক্লোন তাউকটের জেরে গুজরাতে ৩ জনের মৃত্যুর খবর এসেছে। মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যুর খবর এসেছে। কেরলে মৃত্যু হয়েছে ৭ জনের। এদিকে মাঝ সমুদ্রে আটকে পড়া বহু মানুষকে এই বিপজ্জনক ঝড় থেকে রক্ষা করেছে ভারতীয় নৌসেনা।
ভেঙেছে গাছ, পড়েছে বাড়ি
গুজরাতেই শুধু তাউকটের জেরে ১৬,৫০০ টি বাড়ি ধূলিস্যাৎ হয়েছে বলে জানা গিয়েছে। ১০০০ টি ইলেকট্রিসিটির খুঁটি বিপর্যস্ত হয়েছে ঘটনার জেরে। ৪০,০০০ হাজার গাছ উপড়ে পড়েছে এই সাইক্লোন তাণ্ডবের জেরে। প্রসঙ্গত, ২,৪৩৭ টি গ্রামে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এই ঘটনার জেরে।
বিপর্যয় দেখে মুম্বইও
প্রসঙ্গত, বিপর্যয় কিছু কম দেখেনি মুম্বইও! সেখানে গুজরাতের মতো করে সাইক্লোন তাউকটে ধ্বংসলীলা না চালালেও, ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে মুম্বই শহরের ওপর দিয়ে আছড়ে পড়েছে এই ঝড়।
অমিত শাহের সঙ্গে বৈঠক
প্রসঙ্গত, মহারাষ্ট্র, রাজস্থান, ও গুজরাতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহ এদিন বৈঠকে বসেন। সাইক্লোনের পরবর্তী ত্রাণ নিয়ে তিনি খোঁজ খবর নেন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী জানিয়েছেন, গুজরাতের উপকূলবর্তী ৭ টি জেলায় ১২০ টি গ্রামের মানুষকে নিরাপদ দূরত্বে আগেই আনা হয়েছিল।