করোনাকে হারিয়ে নিউজিল্যান্ডের পথে কেকেআর তারকা, শাহরুখ শিবিরে স্বস্তি

করোনা ভাইরাসকে হারিয়ে ভারত থেকে নিউজিল্যান্ডের পথে পাড়ি দিলেন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর তারকা টিম সেইফার্ট। সেই খবর পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাহরুখ খান শিবির। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেইফার্টের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় তাউকটের ধাক্কায় ভাঙল ১৬ ফুটের সাইটস্ক্রিন, ওয়াংখেড়েতে শুরু সংস্কারঘূর্ণিঝড় তাউকটের ধাক্কায় ভাঙল ১৬ ফুটের সাইটস্ক্রিন, ওয়াংখেড়েতে শুরু সংস্কার

কী বললেন নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র

আইপিএল চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া টিম সেইফার্টকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণ খুব একটা বেশি না থাকায় ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন নিউজিল্যান্ডের উইকটরক্ষক-ব্যাটসম্যান। এরপর তাঁকে আইসোলেশনে রাখা হয়। মেয়াদ শেষ হতেই সেইফার্টের দুটি কোভিড ১৯ টেস্ট করা হয়। দুই ক্ষেত্রেই তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র। সেইফার্ট নিরাপদে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানানো হয়েছে।

কবে বাইশ গজে ফিরবেন সেইফার্ট

মারমুখী ব্যাটসম্যান টিম সেইফার্টের খবর শুনে উচ্ছ্বসিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ গ্রে স্টেড। আপাতত তারকা উইকেটরক্ষককে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন স্টেড। সেইফার্টকে ফের কবে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।

ইংল্যান্ডে পৌঁছেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে দুই ধাপে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য জাতীয় দলের ম্যানেজমেন্টের কাছে খানিকটা সময় চেয়ে নিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। কয়েকদিন পর ইংল্যান্ড পৌঁছবেন তিনিও। ইংল্যান্ডে আগামী ২ জুন থেকে অভিযান শুরু হচ্ছে নিউজল্যান্ডের। জো রুটদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলবে কেন উইলিয়ামসন শিবির। লর্ডসে হবে ওই ম্যাচ। বার্মিংহ্যামে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। ১৮ জুন সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া পৌঁছেছেন মাইক হাসি

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা সিএসকে-র ব্যাটিং কোচ মাইক হাসি। চেন্নাই থেকে বিশেষ বিমানে কাতার হয়ে তিনি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন বলে চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে।

More IPL 2021 News  

Read more about:
English summary
KKR cricketer Tim Seifert on his way to New Zealand after tests negetive for Covid 19
Story first published: Tuesday, May 18, 2021, 14:44 [IST]