নয়াদিল্লি: প্যান কার্ড (Pan Card) দেশে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য করা হয়। প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য প্যান কার্ডের গুরুত্ব কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Accounts) খোলা থেকে শুরু করে পাসপোর্ট তৈরি করতে প্যান কার্ডের প্রয়োজন পড়ে। তবে কারও নামে একাধিক প্যান থাকলে বিপদের শেষ নেই। সরকারি নজরদারিতে একবার ধরা পড়লে আর রেহাই নেই। কারণ, আইন অনুসারে এক জন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বরাদ্দ হওয়ার কথা। একাধিক প্যান কার্ড থাকা বেআইনি। উলটো ভাবে বলা যায়, আয়কর আইন অনুসারে দু’জন বা একাধিক ব্যক্তি বা সংস্থার একটি প্যান কার্ড থাকাও বেআইনি। এক্ষেত্রে দোষী ব্যক্তির আয়কর(Income Tax)আইনের ২৭২(বি) ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। ফলে কোনও ব্যক্তির নামে একের বেশি প্যান নম্বর বরাদ্দ হলে অতিরিক্তটি জমা( PAN cards Surrender) দিয়ে দিতে হবে।
কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে সহজেই অনলাইনে প্যান কার্ড (Pan Card)জমা দেওয়া যায়। দেখে নেওয়া যাক পদ্ধতিগুলো –
১. NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইট onlineservices.nsdl এ যেতে হবে
২. প্যান কার্ড সংশোধন ফর্মটিতে ক্লিক করতে হবে এবং এটি সঠিকভাবে পূরণ করতে হবে ।
৩. ফর্মটি পূরণ করার পরে, আপনি একটি নতুন টোকেন নম্বর পাওয়া যাবে। এই টোকেন নম্বরটি ই-মেইলেও পাঠানো হয় NSDL এর তরফ থেকে।
৪. পেজটির উপরে ছবি এবং সাক্ষর জমা করার একটি অপশন থাকবে। সেটি সঠিকভাবে পূরণ করার পরে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।
৫. নতুন পেজের নিচের দিকে ‘PAN Card issued by mistake’ অপশনটি থাকবে। সেটাতে ক্লিক করতে হবে।
৬. এরপর চার্জ হিসাবে ১১০ টাকা দিতে হবে
৭. টাকা দেওয়ার পর জানাতে হবে পানকার্ডটি কোনো সংস্থা বা ট্রাস্টের বা কোনও পরিবারের একক মালিকানাধীন কিনা তা।
৮. সমস্ত কিছু ডিটেইলস পূর্ণ করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৯. এরপরে, প্যান কার্ড, ঠিকানা প্রমাণ, জন্ম তারিখ সম্পর্কিত তথ্য প্যান কার্ড অফিসে পাঠিয়ে দিতে হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.