কলকাতা: মন খারাপ রাজ্যপালের (Governor)। একদিকে মারাত্মক আকার নিয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি (Corona Virus)। অন্যদিকে, রাজ্যে বিধানসভা ভোটের পর থেকে বিভিন্ন এলাকায় রাজনৈতিক অশান্তি চলছে৷ দু’য়ের জেরে জেরে ব্যথিত জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেই কারণেই এবার নিজের জন্মদিন (Birthday) পালন করছেন না রাজ্যপাল। নিজেই টুইটে সেকথা জানিয়েছেন ধনকড়। গত বছরেও করোনার কারণে নিজের জন্মদিন পালন করেননি রাজ্যপাল৷
আজ ১৮ মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের জন্মদিন। অনাড়ম্বরেই আজ রাজভবনে কাটাবেন ধনকড়৷ জন্মদিন উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান তিনি পালন করবেন না৷ টুইটে রাজ্যপাল জানিয়েছেন, ‘‘করোনা ও রাজ্যে ভোট পরবর্তী অশান্তির কারণে গত বছরের মতো এবছরও আমার জন্মদিন পালন করছি না।’’ বিধানসভা নির্বাচন মেটার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি চলছে। যা নিয়ে রাজ্য সরকারকে দুষে একের পর এক মন্তব্য করে চলেছেন রাজ্যপাল। নির্বাচন মেটার পর রাজ্যপাল জেলা-সফরে বের হচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়েছেন রাজ্যপাল। কথা বলেছেন ‘আক্রান্ত’ পরিবারগুলির সঙ্গে।
দিন কয়েক আগে কোচবিহারে গিয়েছিলেন ধনকড়। অভিযোগ, শাসকদলের মদতে কোচবিহারের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হচ্ছে বিজেপি সমর্থক বেশ কিছু পরিবার। কোচবিহারে গিয়ে তেমনই কিছু পরিবারের সঙ্গে কথা বলেছেন ধনকড়। রাজ্যপালকে দেখে নানা অভাব-অভিযোগের কথাও জানিয়েছেন ‘আক্রান্ত’ পরিবারের সদস্যরা। কোচবিহারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ধকড়কে। রাজ্যপালকে ঘিরে গো-ব্যাক স্লোগান ওঠে।
তার কয়েকদিন পরেই রাজ্যের সীমানা ছাড়িয়ে অসমে চলে গিয়েছিলেন ধনকড়। ধুবুড়ি জেলার একটি প্রাথমিক স্কুলে বাংলা থেকে রাজনৈতিক অশান্তিতে ঘরছাড়া কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন ধনকড়। তাঁদের ফের বাড়িতে ফেরানোর আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল। পরে শিলিগুড়িতে ফিরে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন রাজ্যপাল।
শাসকদলের মদতেই হামলার অভিযোগ তোলেন রাজ্যপাল। শেষে নন্দীগ্রামেও গিয়েছিলেন ধনকড়। রাজ্যের পরিস্থিতি ‘ভয়াবহ’ বলে আখ্যা দেন রাজ্যপাল। নির্বাচনের পর থেকে রাজ্যপালের এহেন ‘তৎপরতা’-য় বেজায় চটেছে তৃণমূল৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যপাল রাজনৈতিক উদ্দেশ্যেই নির্বাচিত রাজ্য সরকারের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.