পূর্ণ ছবি দেখতে লাগবে ছ’শোর বেশি টিভি, নাসার দূরবীনে দেখা গেল অপূর্ব মহাজাগতিক দৃশ্য

করোনাকালে যখন বিষাদ গ্রাস করেছে গোটা দুনিয়া। তখন পৃথিবী থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে রূপে ছটায় চরাচরকে মুদ্ধ করছে এক অপূর্ব মহাজাগতিক সৌন্দর্য। সৌজন্যে 'অ্যান্ড্রোমিডা’ গ্যালাক্সি। পৃথিবীর সবথেকে কাছে রয়েছে এই গ্যালাক্সি। কিন্তু প্রথম তার সম্পূর্ণ চিত্র ধরা পড়ল নাসার হাবল টেলিস্কোপে। সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশের অপূর্ব এক ছবি প্রকাশ করেছে।

ওই ছবিতেই দেখা যাচ্ছে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে আকারে অন্তত দু’গুণ বড় এই গ্যালাক্সি, যা আমাদের পার্থিব জগতের চেনা-জানা 'অবতার’দের মতোই। এর অন্য নাম 'এম-৩১’। বর্তমানে নাসার হাবল টেলিস্কোপে তোলা ১.৫ বিলিয়ন পিক্সেলের তোলা আসল ছবিটির একটি ক্রপ ভার্সন বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। যা দেখে অভিভূত হচ্ছেন নেটিজেনেরা।

এদিকে মহাকাশে বিশাল ছায়াপথগুলো আলাদা আলাদাভাবে একই জায়গায় থাকে না। মহাকর্ষীয় আকর্ষণের কারণে দিক পরিবর্তন করতে থাকে। নাসা জানিয়েছে তাদের হাবল দূরবীনটিই প্রথম সবথেকে বড় অপটিক্যাল টেলিস্কোপ যা মহাকাশে পাঠানো হয়েছিল যা কিনা গোটা মহাবিশ্বের উপর নজর রাখে। আর তাতেই বর্তমানে ধরা পড়ল অ্যান্ড্রোমিডার অপূর্ভ রূপ।

সূত্রের খবর, এটাই এখনও পর্যন্ত হাবল টেলিস্কোপ দ্বার সংগ্রহ করা সবথেকে বড় মহাকাশ চিত্র। যা প্রদর্শন করতে গেলে কমপক্ষে ৬০০টি হাই ডিফিনেশন টেলিভিশন স্ক্রিন লাগবে বলে জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশবিদদের ধারণা ছবিতে রয়েছে কমপক্ষে ১০০ মিলিয়ন তারা, সঙ্গে একাধিক নক্ষত্রের ক্লাস্টার। যা ছবির সৌন্দর্য্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
nasa telescope showed a spectacular cosmic view of the andromeda galaxy