মুম্বইঃ বলিউড নিজে খুব একটা অনুপ্রেরণামূলক ছবি বানাতে না পারলেও, সারা বিশ্ব থেকে অনুপ্রেরণা নিয়ে ছবি বানায়। বিদেশের জনপ্রিয় সিনেমাগুলি নিয়ে বলিউড তৈরি করেছে একের পর এক রিমেক ছবি। তাই রিমেক ছবি বানানোর প্রথা বলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই বজায় রেখেছেন পরিচালকরা। কখনও কখনও পরিচালকরা বিদেশি সিনেমার গল্প দ্বারা অনুপ্রানিত হয়ে ছবি বানান। আবার কখনও গল্প হুবহু টুকে দেন।
পরিচালক সঞ্জয় গুপ্ত প্রথম ২০০৩ সালে দক্ষিণ কোরিয়া (South Korea)র অ্যাকশন এবং রোমাঞ্চে ভরা ছবি ‘ওল্ড বয়’ (Oldboy)র অনুকরণে তৈরি করেছিলেন ‘জিন্দা’ (Zinda)। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt), জন আব্রাহেম (John Abraham)। সলমন খানের ছবি ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe- Your Most Wanted Bhai) এই ছবির ক্ষেত্রে শুরুতে সবাই মনে করেছিল ছবিটি কোরিয়ান ছবি ‘আউট লাওস’ (Outlaws)এর অনুকরণে তৈরি। তবে ছবি মুক্তির পর দেখা গিয়েছে দুটি ছবির পটভূমি আলাদা। তাই ‘রাধে’কে পুরোপুরি রিমেক ছবি বলা চলে না। বলিউডের জনপ্রিয় কিছু ছবির নাম জেনে নিন যেগুলি কোরিয়ান (Korean) ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছে।
ধামাকা/Dhamaka (২০২১) – কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত এই ছবি ২০১৪ সালের কোরিয়ান ছবি ‘দ্য টেরর লাইভ’ (The Terror Live) এর অনুকরণে তৈরি। গল্পে একজন সাহসী সাংবাদিক, হান নদীর উপর ম্যাপো ব্রিজের বিস্ফোরণের পরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই ঘটনা একা ওই সাংবাদিক লাইভ ব্রডকাস্ট করেছিল। ওই সাংবাদিকের চরিত্রেই অভিনয় করছেন কার্তিক। ছবিটি এই বছর নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারত/Bharat (২০১৯) – দক্ষিণ কোরিয়ান ছবি ‘Ode to My Father’এর অনুকরণে তৈরি হয়েছে সলমন খানের ‘ভারত’। দক্ষিণ কোরিয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে। একজন সাধারণ মানুষের জীবনের দ্বারা ১৯৫০ সাল থেকে বর্তমান দক্ষিন কোরিয়াকে ফুটিয়ে তুলেছেন পরিচালন।
তিন/Teen (২০১৬) – পরিচালক রিভু দাসগুপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘Montage’এর অনুকরণে তৈরি করেছিলেন ‘তিন’। গল্পে একজন দাদু রোজ থানায় যান তার নাতনির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্যে। আট বছর আগে কারা তার নাতনিকে কিডন্যাপ করে খুন করেছেন সেই কৌতূহলেই রোজ ছুটে যান থানায়। দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
জাসবা/Jazbaa (২০১৫) – সঞ্জয় গুপ্তের আরও একটি দক্ষিণ কোরিয়ার রিমেক হল ‘জাসবা’। ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং ইরফান খান (Irfan Khan) অভিনীত এই ছবি ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার ‘Seven Days’এর অনুকরণে তৈরি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.