ঘূর্ণিঝড় ইয়াস অপেক্ষায় বঙ্গোপসাগরে
সুপার সাইক্লোন আম্ফানের বর্ষপূর্তির আগেই পুর্বাভাস দিল হাওয়া অফিস, ফের বাংলার উপকূল অভিমুখে ধেয়ে আসতে পারে ভয়ঙ্কর ঝড়। করোনার দ্বিতীয় তরঙ্গ যখন ভয়াল রূপে ছড়িয়ে পড়েছে বাংলায়, তখনই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অশনি সংকেত দিল হাওয়া অফিস। তা ঘূর্ণিঝড় ইয়াস নাম নিয়ে ধেয়ে আসার সম্ভাবনা প্রবল বলেও জানিয়েছেন আবহবিদরা।
আরব সাগরে অপেক্ষায় ঘূর্ণিঝড় গুলাব
শুধু বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্তই নয়, তাউকটের গমনের পথ ধরে আরও একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে আইএমডি। সোমবার সন্ধ্যায় মুম্বই ও গুজরাতে আছড়ে পড়ে সুপার সাইক্লোন তাউকটে। তাউকটে বিদায়ের পর হাওয়া অফিস জোড়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে জানাল, বঙ্গোপসাগর দিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসার পাশাপাশি আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
তাউকটের পর আসছে ইয়াস আর গুলাব
আরব সাগরের উপর দিয়ে সম্প্রতি তাউকটে বয়ে গিয়েছে। তা তাণ্ডব চালিয়ছে ভারতের পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিতে। এবার সেই পথ ধরেই ধেয়ে যেতে পারে ঘূর্ণিঝড় গুলাব। তাউকটের পর আসবে ইয়াস, তারপর আসবে গুলাব। বঙ্গোপসাগরে যদি ইয়াস আসে, তবে আরব সাগরে আসবে গুলাব।
জোড়া ঘূর্ণিঝড় প্রায় একই সময়ে বয়ে যাবে
ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করেছে ওমান। আর গুলাবের নামকরণ করেছে পাকিস্তান। তাউকটের বিদায়ের পর বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা প্রবল। আবহবিদদের কথায়, সব ঠিকঠাক চললে ইয়াস ও গুলাব নামের জোড়া ঘূর্ণিঝড় প্রায় একই সময়ে বয়ে যাবে ভারতের দুই উপকূল ধরে।
২৩ থেকে ২৫ মে-র মধ্যে আবার ঝড়
আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। এর অভিমুখ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। সেক্ষেত্রে দুই দেশের সুন্দরবনে হানা দিতে পারে ঘূর্ণিঝড়। তা উত্তর-পশ্চিম দিকে ঘুরে গেলে ওড়িশার বুকেও আঘাত নেমে আসতে পারে।
তাউকটের পথ ধরে আসবে ঘূর্ণিঝড় গুলাব
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আরব সাগরের কর্ণাটক উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হতে পারে। তাউকটে ধ্বংসলীলা চালিয়ে যাওয়ার পর আরও এক দুর্যোগের মুখে দাঁড়িয়ে আছে ভারতের পশ্চিম উপকূলের রাজ্যগুলি। তবে এই ঝড়ের অভিমুখ কোন দিকে হবে, তা এখনও সুস্পষ্ট করেনি আইএমডি।