নারদ কাণ্ডে ২ হেভিওয়েট মন্ত্রী ও এক বিধায়ক সহ চারজনকে গ্রেফতারের ঘটনায় সোমবার রাজ্যজুড়ে একপ্রকার তাণ্ডব দেখা দিল। এই অতিমারি পরিস্থিতির মুখে দাঁড়িয়েও প্রতিবাদ–জমায়েত সংক্রমণের হারকে আরও বাড়িয়ে দিল। রবিবার থেকে রাজ্যে লরকডাউনের ঘোষণা করা হলেও সোমবার সেই লকডাউনের বিধি কার্যত শিকেয় তুলে মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে সামিল হন সমর্থকরা। আর এই ঘটনা দেখেই ক্ষুব্ধ টলিপাড়ার অভিনেতা–অভিনেত্রীরা। তাঁদের মধ্যে একজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
They have failed to handle the pandemic, they have failed to accept the mandate, now they are playing vendetta, instigating people and trying to stop us from fighting our battle against the virus. Let’s not fall into the trap. Keep calm & keep working.
— parambrata (@paramspeak) May 17, 2021
সোমবারের ঘটনায় বিজেপির নিন্দায় সরবর হয়েছিলেন সাংসদ তারকা মিমি চক্রবর্তী ও সদ্য বিধায়ক হওয়া টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীও। সোমবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ও বিধায়কের গ্রেপ্তারের ঘটনায় গোটা রাজ্য জুড়ে করোনা পরিস্থিতিতেও প্রতিবাদ চলেছে। এই গ্রেফতারি বেআইনি বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনা বিজেপির মস্তিষ্ক প্রসূত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কাঁকুড়গাছি, মানিকতলায় নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।