৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
আগামী ৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেস, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশ অসমে। মাঝারি বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। সপ্তাহের বাকি দিনগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে সবকটি জেলারই কোথাও না কোথাও। এছাড়াও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৮ (২৭.৩)
বালুরঘাট ২৭ (২৪.৬)
বাঁকুড়া ২৭.৬ (২৭.২)
ব্যারাকপুর ২৮.৬ (২৮.৫)
বহরমপুর ২৫.২ (২৫ )
বর্ধমান ২৬.৮ (২৬.৬)
ক্যানিং ২৮.২ (২৮)
কোচবিহার ২৩.৫ (২৩.১)
দার্জিলিং ১৫.১ (১৪.২)
দিঘা ২৮.৬ (২৮.২)
কলকাতা ২৮.৭ (২৮.৬)
মালদহ ২৭.৪ (২৬.৪)
পানাগড় ২৭.৬ (২৭.৮)
পুরুলিয়া ২৬.১ (২৬.১)
শিলিগুড়ি ২৩.৪ (২৪.৮)
শ্রীনিকেতন ২৭.৬ (২৭.২)