৬৫ জন কোভিড রোগীর মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগ, কাঠগড়ায় হরিদ্বারের হাসপাতাল

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভে মৃত্যু মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। তবে সেটা বোঝার জন্য অবশ্যই আপনাকে শ্মশান ও কবরস্থানগুলিতে ঢুঁ মারতে হবে। কারণ মৃত্যুর প্রকৃত সংখ্যা বোঝা যাবে সেখানেই। উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতাল বিধি ভঙ্গ করে গত ১৫ দিন ধরে কোভিডে ৬৫ জনের মৃত্যুর খবর গোপন করে রেখেছিল স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে।

৬৫ জন কোভিড রোগীর মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগ, কাঠগড়ায় হরিদ্বারের হাসপাতাল


ক্যাবিনেট মন্ত্রী ও রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ উনিয়াল জানিয়েছেন যে এই ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এই গাফিলতির জন্য যাদের দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। অভিযোগ উঠেছে, বাবা বরফানি হাসপাতালে ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ৬৫ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে তা রাজ্যের কোভিড কন্ট্রোল রুমে জানানো হয় না। রাজ্যের কোভিড কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, ঘটনা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কন্ট্রোল রুম। হুঁশিয়ারি দেওয়া হয় হাসপাতালকে। প্রশ্নের মুখে ৬৫ জনের মৃত্যুর কথা স্বীকার করে অভিযুক্ত হাসপাতাল। যদিও হাসপাতালের পক্ষ থেকে সাফাই হিসাবে বলা হয়েছে কর্মীদের অভাবের কারণে এই তথ্য সঠিক সময়ে দেওয়া হয়নি।

সোমবার মুখ্য পরিচালন অফিসার অভিষেক ত্রিপাঠি জানিয়েছেন যে রাজ্যের সব হাসপাতালকে কোভিড রোগীর মৃত্যুর খবর কোভিড কন্ট্রোল রুমকে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে হঠাৎই বেড়েছে করোনা সংক্রমণ। অভিযোগ, এই পরিস্থিতিতে বহু হাসপাতালই নিয়মিত ভাবেরোগী মৃত্যুর তথ্য রাজ্যের কোভিড কন্ট্রোল রুমকে দিচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য সচিব অমিত নেগি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নিয়মিত রোগী মৃত্যুর সংখ্যা জানাতে হবে।

সোনার দামে ফের হু হু করে পতন শুরু বিয়ের মাসে, ১৮ মে কলকাতায় দর কত সোনার দামে ফের হু হু করে পতন শুরু বিয়ের মাসে, ১৮ মে কলকাতায় দর কত

কোভিড–১৯ রোগী মৃত্যুর তথ্য রাজ্য সরকারের কন্ট্রোল রুমে হাসপাতালগুলিকে নিয়মিত পাঠাতে হয়, অন্যথায় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। চিঠিতে হাসপাতালগুলিকে সতর্ক করে জানানো হয়েছে, সঠিক সময়ে করোনা রোগী মৃত্যুর সংখ্যা না জানালে মহামারি আইনের অধীনে শাস্তি দেওয়া হবে অভিযুক্ত হাসপাতালকে। উল্লেখ্য, করোনার প্রভাব ভয়াবহ হচ্ছে উত্তরাখণ্ডেও। রিপোর্ট বলছে, উত্তরাখণ্ডে শেষ ১০ দিনে ৯ বছরের কম বয়সি ১০০০ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷ কয়েকজন হাসপাতালেও ভর্তি। উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিগত এক মাসে মাত্র ২,১৩১ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷

More UTTARAKHAND News  

Read more about:
English summary
probe on after uttarakhand hospital hides 65 covid patients deaths from authorities