কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের উপরে। বাংলায় ১৯৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৭৮৫। উত্তর ২৪ পরগনায় ৪১১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪০০৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৩৬৫।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৬১৭৫৮। শুধু এদিনই কলকাতায় ৩৭৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪০০৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৩১৭৫৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৯৯৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৭৪ জন।
টিকা বণ্টনে হু-র চাপের মুখে সিরাম, ভারতের সঙ্কটের জেরে প্রশ্নের মুখে কোভ্যাক্স ফেসিলিটি
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৫০৪৫৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৩৩৬৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২২০১৭২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৯১৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮৭৪ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১৭০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৭১৯৯৮। হাওড়ায় আক্রান্ত ৭১৩০৯। এদিন আক্রান্ত হয়েছেন ১২২০ জন। হুগলিতে ১১৪৫ জন বেড়ে আক্রান্ত ৬০৪৪৮ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৪৭ জন, কোচবিহারে ২৪২ জন, দার্জিলিংয়ে ৮১৪ জন, কালিম্পংয়ে ৮৯ জন, জলপাইগুড়িতে ৪৬০ জন, উত্তর দিনাজপুরে ২৩৭ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮৩ জন, মালদহে ১৭৯ জন, মুর্শিদাবাদে ৫৬৪ জন, নদিয়ায় ৯৬২ জন, বীরভূমে ৪৩৫ জন, পুরুলিয়ায় ১৫৬ জন, বাঁকুড়ায় ৪৫৪ জন, ঝাড়গ্রামে ১৭৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৮৬৪ জন, পূর্ব মেদিনীপুরে ৪২২ জন, পূর্ব বর্ধমানে ৫৭১ জন, পশ্চিম বর্ধমানে ৬৪১ জন আক্রান্ত হয়েছেন এদিন।