করোনা আবহে ভারতে অক্টোবর মাসে টি ২০ বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা তা নিয়েই চলছে নানা জল্পনা। ব্যাক-আপ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীর কথা ভেবে রেখেছে বিসিসিআই। অস্ট্রেলিয়া আবার চাইছে এ বছরের বিশ্বকাপ হোক তাদের দেশেই। ইয়ান চ্যাপেল-সহ কেউ কেউ মনে করছেন, ভারতে যা করোনা পরিস্থিতি তাতে টি ২০ বিশ্বকাপ ভারতে আয়োজন অসম্ভব। এই জল্পনার মধ্যেই ২৯ মে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার দিকেই এখন সকলের নজর।
জানা গিয়েছে, ১ জুন আইসিসি-র যে বৈঠক রয়েছে তাতে টি ২০ বিশ্বকাপ আয়োজনই প্রাধান্য পাবে। তার আগে বিসিসিআই নিজেদের মধ্যে আলোচনা করে নিতে চাইছে। ২৯ মে বিসিসিআইয়ের এসজিএম ভার্চুয়ালি হবে বলেই জানা গিয়েছে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপ আয়োজনে বোর্ড কতটা প্রস্তুত তা যাচাই করা হবে এসজিএমে। করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ করতে গেলে কী কী পদক্ষেপ করতে হবে তাও আলোচনায় উঠে আসবে। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিভিন্ন রাজ্য সংস্থাকে বলা হয়েছে, অতিমারির বিষয়ে সচেতন থেকেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যেতে।
উল্লেখ্য, আমেদাবাদ, মুম্বই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধরমশালা ও লখনউ, এই ৯টি শহরকেই বিশ্বকাপ আয়োজনের জন্য চিহ্নিত করা হয়েছে। বিসিসিআইয়ের কেউ কেউ আবার আইপিএলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শহরের সঙ্গে কমিয়ে আনার পরামর্শও দিয়েছেন। তবে বিসিসিআই ওই ৯টি শহরের সংশ্লিষ্ট রাজ্য সংস্থাকে জানিয়ে দিয়েছে, প্রস্তুতি চালিয়ে যেতে। কারণ, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি দেশে কেমন দাঁড়াবে তা এখনই আঁচ করা সম্ভব নয়। তবে যতটা সময় অবধি পারা যায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ততটাই সময় হাতে রাখা হবে। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় দলের আন্তর্জাতিক ক্যালেন্ডার, মহিলা ক্রিকেট সংক্রান্ত কিছু বিষয়েও বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।