তৃণমূলে থেকেও বিজেপির হয়ে কাজ, ভোট শেষে কুকীর্তি ফাঁসে পাঁচ নেতাকে বহিষ্কার
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলে থেকেও অনেক নেতা সাহায্য করেছেন বিজেপিকে। কেউ কেউ আবার হাত মিলিয়েছেন বাম-কংগ্রেসের সঙ্গেও। নিজেদের দলের হয়ে ভোট না করিয়ে বিজেপি ও বাম-কংগ্রেসের হয়ে ভোটের কাজ করছেন। ভোট শেষে তাঁদের এই কীর্তি ফাঁস হয়ে যেতেই কড়া ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস।

‘গদ্দার’দের বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের
তৃণমূলের পদাধিকারী হয়েও ভোটে বিজেপি বা বাম-কংগ্রেসকে সমর্থন করায় গদ্দারের তকমা তো জুটলই, সেইসঙ্গে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল। এক-আধজন নয়, পাঁচ-পাঁচজন নেতাকে বহিষ্কার করল মালদহ তৃণমূল কংগ্রেস। ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জেলা তথা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।

মালদহে বিপুল জয়েও অন্তর্ঘাত দেখছে তৃণমূল
মালদহে ১২টি আসনের মধ্যে এবার ৮টিতে জয় পেয়েছে তৃণমূল। তৃণমূলের এই জয়ে প্রমাণিত এবার তাঁরা মালদহবাসীর আশীর্বাদ পেয়েছে দু-হাত ভ'রে। কিন্তু তারপরেও এই জেলায় এমন অনেক তৃণমূল নেতা বেরিয়ে পড়েছেন, যাঁরা দলে থেকেই বিজেপি বা বাম-কংগ্রেসের হয়ে কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

যে পাঁচজনকে বহিষ্কৃত তৃণমূল থেকে
তৃণমূলের তরফে যে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন- মালদহ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চম্পা মণ্ডল, তাঁর স্বামী দ্বিজেন মণ্ডল। কালিয়াচক দু-নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, হামিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি ও গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরুল ইসলাম।
কোভিড নিয়ে ভাবিত নন রাজ্যপাল, রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব প্রতিবাদ

পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত
কালিয়াচক দু-নম্বর ব্লক এলাকার দলীয় প্রতিনিধিদের ইংরেজবাজারে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতারা।সর্বসম্মতিতে পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সদস্যদের রিপোর্টের ভিত্তিতে রাজ্য নেতৃত্ব পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।