কোভিডের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের গাইডলাইন থেকে বাদ প্লাজমা থেরাপি, জানিয়ে দিল কেন্দ্র

ভারতে করোনার দ্বিতীয় স্রোতের মাঝে চিকিৎসার ক্ষেত্রে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের প্রোটোকল থেকে বাদ দেওয়া হল প্লাজমা থেরাপিকে। সোমবারই একতা জানিয়েছে আইসিএমআর। এর আগে শুক্রবার আইসিএমআর এবং জাতীয় টাস্ক ফোর্সের কোভিড সম্পর্কীয় একটি বৈঠক হয়। সেখানে সমস্ত সদস্যরাই কোভিডের চিকিৎসার ক্ষেত্রে গাইডলাইন থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেন।

প্রসঙ্গত, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্লাজমা থেরাপি প্রয়োগ করে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি রোখা যাচ্ছে না। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রই এই চিকিৎসা নেতিবাচাক ফলাফল দিচ্ছে। এদিকে, বহু বিজ্ঞানী দেশের প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইসারকে চিঠি লিখে প্লাজমা থেরাপির ব্যবহারের খারাপ দিকগুলি তুলে ধরেন। বহু ক্ষেত্রে প্লাজমা থেরাপি অবৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ছিল।

শোনা যাচ্ছে, এই বিষয়ে আইসিএমআরএর বিশেষ গাইডলাইন চালু হবে। সেখানেই জানা যাবে পরবর্তী পদক্ষেপের কথা। এর আগে মার্চ মাসে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট শীর্ষক করোনা চিকিৎসার গাইডলাইন চালু করেছে স্বাস্থ্যমন্ত্রক। তারপর , এইমসের ডিরেক্টর ও আইসিএমআরের প্রধানদের কাছে বহু চিকিৎসকের চিঠি যায়। তাঁরা সেখানে সাফ জানান, প্লাজমা থেরাপি নিয়ে বর্তমান গাইডলাইন প্রমাণের ওপর নির্ভর করে তৈরি হয়নি। ফলে এটি কার্যকরী করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
ICMR drops Plasma therapy from Govt's clinical management guidelines