গত একদিনে করোনার ছোবলে গোটা দেশে মারা গিয়েছেন ৫০ জন চিকিৎসক। করোনা দ্বিতীয় ঢেউয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে গোটা দেশে মারা গিয়েছেন প্রায় আড়াইশো জন ডাক্তার। এমতাবস্থায় এবার করোনার কারণেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট চিকিত্সক কে কে আগরওয়ালের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি।
সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এইমস-এ তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২। করোনা ভাইরাস মোকাবিলায় পথিকৃৎ চিকিৎসক হিসাবে ধরা হত এই কে কে আগরওয়ালকে। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই করোনার কবলে পড়েছিলেন এই বিশিষ্ট চিকিৎসক। করোনা মোকাবিলা করতেই গিয়েই কয়েকদিন আগে করোনার কামড় খেয়েছিলেন তিনি।
সূত্রের খবর, করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার সময় থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এমনকী চলছিল ভেন্টিলেটর সাপোর্টও। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। তাঁর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে গোটা স্বাস্থ্য মহলে। এদিকে মহামারি পর্বের শুরু থেকেই করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডঃ আগরওয়াল।
নবান্নে ওঁর চটিও রেখে আসতে পারেন, বৈশাখীর মুখে 'ক্যাপ্টেন' মমতার স্তুতিতে জল্পনা
মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে সচেতনতামূলক পোস্ট করতেন তিনি। এমনকী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজার হাজার মানুষকে করোনা মোকাবিলায় পরামর্শ দিয়েছেন তিনি। তাতে উপকৃতও হয়েছেন প্রচুর মানুষ। ১৯৭৯ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেন ডাঃ আগরওয়াল। ২০১০ সালে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী পুরষ্কার দেওয়া হয় সরকারের তরফে।