কয়েক ঘণ্টার জন্য পিছোল রায়দান
মঙ্গলবার সকালে রোহিণী আদালতে সুশীল কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হয়। পলাতক থাকায় বিচারকের কাছে ভারতীয় কুস্তিগীরের আবেদন খারিজ করে দেওয়ার জন্য সওয়াল করেছে দিল্লি পুলিশ। দুই পক্ষের মতামত শুনে মামলার রায়দান আজ সন্ধ্যা পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। কী রায় দেন বিচারক, সেদিকে তাকিয়ে থাকবে দেশের ক্রীড়া মহল।
সুশীলের জামিনের আবেদন
২৩ বছরের সাগর রানা খুনের ঘটনার মূল অভিযুক্ত ভারতীয় কুস্তিগীরের সন্ধানে দিল্লি পুলিশ আর্থিক পুরস্কার ঘোষণা করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। রোহিণী কোর্টে নিজের আগাম জামিনের আবেদন করেছেন সুশীল। আজ সেই মামলার শুনানি হতে চলেছে।
ঘূর্ণিঝড় তাউকটের ধাক্কায় ভাঙল ১৬ ফুটের সাইটস্ক্রিন, ওয়াংখেড়েতে শুরু সংস্কার
গ্রেফতারি পরোয়ানা
সাগর রানা খুন হওয়ার পর থেকেই পলাতক ছিলেন সুশীল কুমার। দুই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছিলেন বলে জানতে পেরেছিল পুলিশ। এরপর দিল্লি ফিরে সুশীল বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন বলে জানতে পারে পুলিশ। কোথাও কোনও সন্ধান না পেয়ে সুশীলের বিরুদ্ধে প্রথমে লুক আউট নোটিশ ও পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার
রোহিণী আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও খোঁজ পাওয়া যাচ্ছিল না খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত সুশীল কুমারের। অভিযোগ, দেশের তারকা কুস্তিগীরের নেতৃত্বেই খুন হওয়া সাগর রানাকে দিল্লির মডেল টাউনের বাড়ি থেকে ছত্রশল স্টেডিয়াম থেকে তুলে নিয়ে প্রবল মারধর করা হয়েছিল। সুশীলের সন্ধানে ১ লক্ষ টাকা ঘোষণা করে দিল্লি পুলিশ।