অমিত শাহের বৈঠক
এদিন সকালেই , গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাইক্লোন তাউকটের দাপটে এলাকার পরিস্থিতি, ক্ষয়ক্ষতি নিয়ে খোঁজ নেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, মহারাষ্ট্র, গুজরাতের সঙ্গে রাজস্থানকেও বৃষ্টিস্নাত করার কথা রয়েছে শক্তিহীন ঘূর্ণিঝড়ের।
১২৭ জন নিখোঁজ
এদিকে, সাইক্লোন তাউকটের দাপটে ১২৭ দন আপাতত নিখোঁজ মু্মবি হাইতে। তাঁদের খোঁজে সার্চ অপরাশেন শুরু করে সেনা। উদ্ধার কাজে নামে যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা ও আইএনএস কোচি। এখনও পর্যন্ত সমুদ্রে আটকে পড়া ১৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ১২৭ জনের খোঁজে চলছে জোর তল্লাশি।
শক্তিহীন ঝড়, তবে দাপট অব্যাহত!
রাতভোর তাণ্ডবের পর গুজরাতের সুরতে শক্তি হারিয়ে ফেলেছে সাাইক্লোন তাউকটে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ এর গতি ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। তবে গুজরাতের উপকূলে ১১৫ থেকে ১২৫ কিলোমিটারের গতিবেগ এই ঝড় ধরে রাখতে পারে। ঝড়ের দাপটে এদিন সুরতে বৃষ্টিপাত জারি থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। হালকা বৃষ্টিপাত হরিয়ানা, উত্তরপ্রদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুজরাতে মৃত ৪, মুম্বইতে ২
ঘূর্ণিঝড় তাউকটের দাপটে গুজরাতের বুকে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, মুম্বইতে এর জেরে ২ জনের মৃত্যু হয়েছে। একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়ে ভেঙে পড়েছে বাড়ি। ক্ষতবিক্ষত হয়েছে গাড়ি। গুজরাতে একটি বাসের মধ্যে ঝড়ের মাঝেই ১৯ জন আটকে পড়েছিলেন।