চেন্নাইঃ দেশজুড়ে মারণ ভাইরাসের (Corona) তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। দিনে দিনে রেকর্ড হারে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছেন। থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বাঁধ সেধেছে দেশের বিপর্যস্ত স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালে নেই শয্যা, মিলছে না পর্যাপ্ত অক্সিজেনও। এহেন সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল থেকে দেশের তারকারাও। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন মেগাস্টার রজনীকান্ত।
সোমবার, এই তারকা তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের (CM MK Stalin) সাথে দেখা করেন এবং তাঁর কোভিড -১৯ ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে রজনীকান্তও (Rajinikanth) ভক্তদের কাছে কোভিড প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করার আবেদন জানিয়েছেন। সংবাদসংস্থা এএনআইয়ের একটি টুইটে লেখা হয়েছে, “চেন্নাই: অভিনেতা রজনীকান্ত সচিবালয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের কাছে কোভিড ত্রাণ তহবিলের জন্য ৫০ লাখ টাকা হস্তান্তর করেছেন। রজনীকান্ত বলেছিলেন, ‘আমি জনগণকে মহামারী নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক অনুমোদিত কোভিড বিধিনিষেধটিকে কঠোরভাবে অনুসরণ করার জন্য আবেদন করেছি।’
উল্লেখ্য, এর কিছু দিন আগেই রজনী কন্যা সৌন্দর্য রজনীকান্ত টুইট করে জানিয়েছিলেন, তিনি ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সাথে দেখা করে তাঁর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত সেলিব্রিটি করোনার এহেন পরিস্থিতিতে মানুষজনকে সহায়তা করছেন, তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, সোনু সুদ, প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না, শিল্পা শেঠি, আলিয়া সহ প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। রবিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। রবিবার ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছিলেন। এদিন আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩ লক্ষের নিচে। নিঃসন্দেহে এটি কিছুটা স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। রবিবার যেখানে ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছিল সেখানে সোমবার হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। তবে আশা জাগাচ্ছে দৈনিক সুস্থতার হার। রবিবারের তুলনায় সুস্থতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকী সুস্থতার হার রবিবার দৈনিক সংক্রমণের থেকেও অনেক বেশি। দৈনিক সংক্রমণের থেকে এদিন সুস্থতার সংখ্যা বেড়েছে ১ লক্ষের কাছাকাছি। রবিবার ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছিলেন। সোমবা ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.