সোনার দাম
সোমবার ১৭ মে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,০০১ টাকা। ১০ গ্রামে সোনার দাম এদিন সকাল পৌনে দশটা নাগাদ বাড়তে থাকে। ১০ গ্রামের হিসাবে এদিন সোনালী ধাতু ০.৬৮ শতাংশ বাড়ে।
রুপোর দাম
রুপোর দাম এদিন জুলাইয়ের ফিউচারে, ১.২০ শতাংশ বাড়তে থাকে। ১ কেজিতে রুপোর দাম আজ দাঁড়িয়েছে ৭১,৯৩৯ টাকা। রুপোর দামে এদিনের এই বৃদ্ধি অক্ষয় তৃতীয়ার পর রীতিমতো প্রাসঙ্গিক।
কলকাতায় সোনার দাম
গত শুক্রবার , কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৫০ টাকা ছিল, ২৪ ক্যারেটে ছিল ৪৯,৭০০ টাকা। এদিকে, অক্ষয় তৃতীয়ায় সোনার খরিদারির রেশ কাটতেই আজ ১৭ মে কলকাতায় সোনার দাম দাঁড়িয়েছে, ২২ ক্যারেটে ৪৬,১২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯৩০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫, ৫২০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম হয়েছে, ৪৯,৬৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,০৮০ টাকা। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৬,০৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,২২০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৫০,২২০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস )