হায়দরাবাদ: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। আক্রান্তের পাশাপাশি রাশ টানা যাচ্ছে না মৃত্যুর ক্ষেত্রেও। প্রতিদিনই দেশের প্রতিটি রাজ্যের শ্মশানে আসছে করোনায় মৃত মানুষের দেহ। কোথাও কোথাও আবার এই দেহ দাহ করা নিয়ে শুরু হয়েছে দর হাঁকাহাঁকি। এই অবস্থায় কিছুটা অন্যরকম ছবি ধরা পড়ল তেলাঙ্গানার করিমনগর (Karimnagar) জেলায়। মাত্র ১ টাকার বিনিময়ে দেহ দাহ করার উদ্যোগ নিল মিউনিসিপ্যালিটি।
‘অন্তিম যাত্রা- আখরি সফর’ স্কিমের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্মশান পর্যন্ত দেহ পরিবহণের সমস্ত দায়িত্ব নিচ্ছে করিমনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এছাড়া সমাধিক্ষেত্র, অনুষ্ঠান, চিতার কাঠ, কেরোসিন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছে মিউনিসিপ্যালিটি। অন্য ধর্মের মানুষের জন্য কর্পোরেশনই দেহ কবর দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করবে এবং জায়গা বরাদ্দ করবে। ২০১৯ সালে ‘অন্তিম যাত্রা- আখরি সফর’ স্কিম আসে। এটি মূলত দরিদ্রদের জন্য তৈরি একটি যোজনা। মিউনিসিপ্যাল কর্পোরেশন করিমনগর মাদিগা সংঘের কাছ থেকেও সহায়তা পেয়েছে। এই সংঘ করিমনগরের মনির নদীর তীরে সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য সম্পাদন করছে।
করিমনগর পৌর কর্পোরেশনের মেয়র সুনীল রাই বলেন, “সাধারণত করোনা আক্রান্তের একজনের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য ১০ হাজার টাকা নেওয়া হয়। তবে বেসরকারি অন্ত্যেষ্টিক্রিয়ার দলগুলি শোকগ্রস্ত পরিবারগুলির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে।” সেখান থেকে দরিদ্রদের রক্ষা করতেই এই স্কিমের আওতায় কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। মেয়র এও বলেন, গত বছর কোভিড-১৯ রোগীর মাত্র ১৫০ জনের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। আর এ বছর এখনও পর্যন্ত ১০০ জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৭৬ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০ জনের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.