শীর্ষবাছাই নোভাক জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেন খেতাব জিতলেন ক্লে কোর্টের রাজা তথা টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। সেই সঙ্গে গড়লেন একাধিক নজির। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই এবার ফরাসি ওপেনে নামতে পারবেন রাফা।
রবিবার রোমে প্রথম সেট নাদাল জেতেন ৭-৫ ব্যবধানে। দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন জকোভিচ, জিতে নেন ৬-১ ব্যবধানে। তৃতীয় সেট ৬-৩-এ জিতে এই নিয়ে দশমবার ইতালিয়ান ওপেন খেতাব জিতলেন নাদাল। এটি রাফার ৩৬তম এটিপি মাস্টার্স ১০০০ খেতাব জয়। এই নিরিখে তিনি স্পর্শ করলেন নোভাক জকোভিচেরই রেকর্ড।
🏆 Best moment ever 🏆 #IBI21 #SparklingAttitude #FerrariTrento @FerrariTrento pic.twitter.com/ypM3Bn16zp
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 16, 2021
ইতালিয়ান ওপেনে নাদাল ও জকোভিচ পরস্পরের মুখোমুখি হলেন নবমবার। ৬ বার জিতেছেন নাদাল, ৩ বার জোকার। রোম মাস্টার্সের ফাইনালে তাদের দ্বৈরথের ফল নাদালের পক্ষে দাঁড়াল ৪-২। এটিপি-তে পারস্পরিক সাক্ষাতে অবশ্য জকোভিচের চেয়ে পিছিয়ে নাদাল। তবে সেই ব্যবধান কমিয়ে এবার ২৮-২৯ করলেন তিনি। ১৯৬৮ থেকে ওপেন এরায় ৮৮তম এটিপি ট্যুর খেতাব জিতলেন রাফা। তিনি রইলেন জিমি কোনরস (১০৯), রজার ফেডেরার (১০৩) ও ইভান লেন্ডল (৯৪)-এর পরেই।
No one has ever won so many times in Rome... Except for RAFA! 🤯
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 16, 2021
2005🏆
2006🏆
2007🏆
2009🏆
2010🏆
2012🏆
2013🏆
2018🏆
2019🏆
2021🏆#IBI21 #Nadal @atptour pic.twitter.com/IB9qgaYnrP
২০১৬ সালে রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের পর থেকে আর নাদালকে ক্লে কোর্টে হারাতে পারেননি জকোভিচ। বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে শনিবার ৪ ঘণ্টা ৫৬ মিনিট কোর্টে কাটাতে হয়েছিল জকোভিচকে। এদিন তাঁর খেলাতেও সেই ক্লান্তির ছাপ স্পষ্ট ধরা পড়ে প্রথম সেট থেকেই। ২ ঘণ্টা ৪৯ মিনিটের কড়া চ্যালেঞ্জ সামলে শেষ হাসি হাসেন রাফাই। তিনি ফরাসি ওপেন জিতেছেন ১৩বার। বার্সেলোনায় ১২ বার ও মন্টি কার্লোতে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছেন। তার পরেই রইল দশবার ইতালিয়ান ওপেন জয়।