বার্সেলোনা: লিগ জয়ের যে ক্ষীণ আশাটুকু বেঁচে ছিল, রবিবার সেল্টা ভিগোর (Celta Vigo) কাছে অপ্রত্যাশিত হারে সেই আশাটুকুও গিয়েছে। লা লিগায় খেতাবি দৌড় থেকে ছিটকে গিয়েছে কাতালানরা (Catalans)। বার্সেলোনা (Barcelona) শিবিরে হতাশার মাঝেই এবার উদ্বেগ লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে। চলতি মরশুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আর্জেন্তাইন মহাতারকার। গত মরশুম শেষেই চুক্তি ভেঙে ক্লাব ছাড়তে উদ্যত মেসিকে কার্যত জোর করেই চুক্তি অবধি আটকে রাখা হয়েছিল কাতালান ক্লাবে।
এরইমধ্যে ক্লাবে নয়া প্রেসিডেন্ট এসেছে। তিক্ততার সম্পর্ক ভুলে বার্সেলোনায় থাকার জন্য ক্লাবকে কয়েকটি শর্তও বেঁধে দিয়েছেন মেসি। কিন্তু মেসির কাছে প্রস্তাব রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City), পিএসজির (PSG) মতো ক্লাবের। মেসিও চাইছেন এমন একটা ক্লাবে খেলতে যে ক্লাবে একটা সুস্পষ্ট ফুটবল প্রোজেক্ট রয়েছে আগামীর জন্য। আর সেই জায়গাতেই বার্সেলোনায় মেসির চুক্তি পুনর্নবীকরন নিয়ে দানা বাঁধছে অনিশ্চয়তা। যদিও বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান (Ronald Koeman) মনে করেন না যে, রবিবার ন্যু ক্যাম্পে (Camp Nou) মেসি তাঁর শেষ ম্যাচটা খেলে ফেলেছেন।
রবিবার চলতি লা লিগার ৩০তম গোল করেও দলকে জেতাতে ব্যর্থ মেসিও ভীষণ হতাশ। ম্যাচ শেষে বার্সার ডাচ কোচকে জিজ্ঞেস করা হয় তিনি কতোটা আশাবাদী মেসিকে নিয়ে? উত্তরে কোম্যান বলেন, ‘আমি ওঁর থাকা নিয়ে খুবই আশাবাদী। কারণ সেল্টার বিরুদ্ধে ম্যাচেও দেখিয়ে দিয়েছে ও এখনও কতোটা কার্যকর এবং ওই এখনও সেরা। তাই ওকে ছাড়া বার্সেলোনার খেলা অসম্ভব। কিন্তু গোটাটাই ওঁর হাতে। ও আরও বেশি ম্যাচ এবং পয়েন্ট জিততে চাই। আমাদের আরও গোল করার লোক লাগবে।’
সন্দেহের বশবর্তী হয়ে কোম্যান আরও বলেন, ‘লিও এই মরশুমে একাই ৩০ গোল করেছে একইসঙ্গে আমাদের অনেক পয়েন্ট এনে দিয়েছে। তাই তাঁকে নিয়ে প্রশ্ন করা হলে আমরা আশা করব অবশ্যই ও থাকুক। কারণ লিও না থাকলে গোল কে করবে।’ সমস্যা দানা বেঁধেছে কাতালোনিয়া ক্লাব অর্থাভাবে ধুঁকতে থাকায়। তারা এমন দল তৈরি করতে ব্যর্থ যে দলটা চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বপ্ন দেখাতে পারে আগামী মরশুমে। অথচ মেসি ম্যানেজমেন্টের কাছে তেমনই কিছু প্রত্যাশা করেছিলেন।
কোপা দেল রে (Copa Del Rey) জয়ের পর ক্লাবে মেসির থেকে যাওয়া নিয়ে যে আশার আলো সাময়িক উঁকি দিয়েছিল, হতাশাজনকভাবে মরশুম শেষ হতে চলায় সেই আলোটাই অনেকটা ফিকে। আগামী সপ্তাহে লিগের শেষ ম্যাচ খেলবে বার্সা। তারপরেই ক্রমশ মেসিকে নিয়ে রহস্যের পর্দা উন্মোচিত হবে ধীরে-ধীরে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.