টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর চক্র
বাংলার নির্বাচন শেষে পঞ্জাবে পাড়ি জমানোর পরই প্রশান্ত কিশোর পরিচয়ে নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি একটি চক্র টাকা তুলছে বলে অভিযোগ ওঠে। পঞ্জাব পুলিশ এমন একটা চক্র ফাঁস করে দিয়েছে। ইতিমধ্যে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করছে পুলিশ।
প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে প্রতারণা চক্র
পুলিশ জানিয়েছে, প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে ধৃতরা ২০২২ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে একাধিক নেতার সঙ্গে জালিয়াতি করেছেন। ধৃত দু-জন শিবসেনা (সূর্যবংশী) নামে একটি দলের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, তিনজন মিলে তাঁরা এই প্রতারণা চক্র চালাতেন।
প্রার্থী করার লোভ দেখিয়ে ৫ কোটি টাকা প্রতারণা
ধৃত দুজনকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, নির্বাচনে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে তারা ৫ কোটি টাকা হাতিয়েছিলেন। এই চক্রের তৃতীয় জন হল গৌরব শর্মা। গৌরবই ছিলেন মাস্টারমাইন্ড, এই চক্রের মাথা। এই গৌরবই নিজেকে প্রশান্ত কিশোর পরিচয় দিয়ে টাকা তুলতেন।
প্রতারণা চক্রের ফাঁদে পড়েন যে সব নেতারা
পুলিশ জানিয়েছে, ধৃত দুজনের মধ্যে একজন রাকেশ। রাকেশ শিবসেনা (সূর্যবংশী) দলের জাতীয় সভাপতি। অপরজন রজত। রজত শিবসেনা (সূর্যবংশী)-র সাধারণ সম্পাদক। এই তিনজন একে একে বাটালার বিদায়ী বিধায়ক, সঙ্গরুরের দুই স্থানীয় নেতা, জলন্ধরের মেয়রের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরবর্তী লক্ষ্য ছিলেন লুধিয়ানার বিধায়ক। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় এই চক্র।