সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায়
জানুয়ারিতে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে ভারতের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। আসন্ন সফরে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে যোগ হতে পারে তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচও। বিসিসিআই বা ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও এই সিরিজের ঘোষণা না করলেও অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট একটি সাক্ষাতকারে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের পরবর্তী সিরিজ রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সেই সিরিজ শুরুর আগে অজিদের শিবির হবে ডারউইনে।
জুনে ইংল্যান্ডে
নতুন কোচ রমেশ পওয়ারের তত্ত্বাবধানে মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানারা ইংল্যান্ড সফরে যাচ্ছেন ২ জুন। ১৬ জুন থেকে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। ২৭ জুন সেখানেই প্রথম একদিনের আন্তর্জাতিক। দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে ৩০ জুন টনটনে। ৩ জুলাই শেষ ওয়ান ডে ওরসেস্টারে। ৯ জুলাই দিন-রাতের প্রথম টি ২০ নর্দান্টসে, ১১ জুলাই হোভে দ্বিতীয় টি ২০, দিন রাতের তৃতীয় টি ২০ ১৫ জুলাই চেমসফোর্ডে। এরপর ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডে খেলতে দেখা যাবে হরমনপ্রীত, মান্ধানা, শেফালিদের।
মহিলাদের বিগ ব্যাশ
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে অক্টোবর-নভেম্বরে মহিলাদের বিগ ব্যাশে খেলবেন শেফালি ভার্মা, রাধা যাদব-সহ বেশ কয়েকজন ভারতীয় তারকা। এর আগে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ মহিলাদের বিগ ব্যাশে খেলেছেন। তবে এবার বিগ ব্যাশে আরও বেশি ভারতীয় অংশ নেবেন।
ভারতীয় দল
ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের দলে রয়েছেন মিতালি রাজ (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), পুণম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব। ভারতের টি ২০ দলে রয়েছেন হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ, হরলীন দেওল, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, সিমরন দিল বাহাদুর।