সুপার সাইক্লোন তাউকটের ঝাপটায় ৭৩ গ্রাম বিধ্বস্ত! হাজার সেনা নেমেছে উদ্ধারকার্যে

সুপার সাইক্লোন তাউকটের দাপট পুরোপুরি পড়েনি। গোয়ার উপকূল ছুঁয়ে সবে গুজরাট অভিমুখে ধেয়ে চলেছে ঘূর্ণিঝড়, তাতেই থরহরিকম্প ভারতীয় উপকূলের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড় তাউকটের প্রভাবে কর্ণাটকের ৬টি জেলার ৭৩টি গ্রাম কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে। মৃত্যু হয়্ছে চারজনের। বহু গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতি হয়েছে বাড়ির।

উদ্ধারকার্য চালাচ্ছে এনডিআরএফের ৫টি দল

শনিবার রাতে কর্ণাটক উপকূল অতিক্রম করে যায় তাউকটে। তার আগে থেকেই ঝড় ও বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭৩টি গ্রাম লন্ডভন্ড হয়ে গিয়েছে। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তথা এনডিআরএফের দুটি দল উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। রবিবার এনডিআরএফের আরও তিনটি দল মোতায়েন করা হয়েছে। তারাও উদ্ধারকার্য চালাচ্ছে।

কর্ণাটকের তিনটি উপকূলবর্তী জেলায় ১০০০ সেনা

কর্ণাটকের তিনটি উপকূলবর্তী জেলায় ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন প্রায় হাজার সেনা। উদ্ধারকার্য ঠিকঠাক চলছে কি না, তার উপর নজর রাখছেন মন্ত্রীরা। জেলাশাসক ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে কন্ট্রোল রুমের মাধ্যমে। এক ঝড়ে এইভাবে বিভিন্ন রাজ্যকে নাজেহাল হতে দেখা যায়নি সচরাচর। এবার কর্ণাটকের পাশাপাশি কেরালা, গোয়া, মহারাষ্টও এখন পর্যন্ত বিপর্যস্ত।

ঘূর্ণিঝড় তাউকটে ম্যাসিভ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে

ঘূর্ণিঝড় মঙ্গলবার আছড়ে পড়ার কথা গুজরাটে। তার আগে মহারাষ্ট্র, গুজরাট, দমন-দিউ, দাদরা ও নগরহাভেলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় তাউকটে ম্যাসিভ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। গোয়ার উপকূল পেরিয়ে তা ক্রমশ গুজরাটের দিকে এগিয়ে চলেছে। সোমবার রাতে গুজরাটের কাছাকাছি পৌঁছে যাবে।

গুজরাটের পোরবন্দর ও নালিয়ার মাঝে আছড়ে পড়বে তাউকটে

রবিবার সকাল ১১টা নাগাদ গোয়ায় আছড়ে পড়েছে সুপার সাইক্লোন তাউকটে। বর্তমানে গুজরাটের উপকূল থেকে প্রায় ৬০০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ার মাঝে আছড়ে পড়ার কথা। আইএমডি জানিয়েছে, মঙ্গলবার গুজরাটের উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে আছড়ে পড়বে।

১৭৫ কিমি গতি নিয়ে ২০ বছরের সেরা ঝড় হবে তাউকটে!

সুপার সাইক্লোনরূপী প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে আরও গতি বাড়াতে পারে। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিমি গতিবেগে আরও উত্তরে অগ্রসর হয়েছে। আর তাউকটে ২০ বছরের ইতিহাসে পশ্চিম উপকূলের সেরা ঝড় হতে পারে।

More CYCLONE News  

Read more about:
English summary
73 villages are affected due to Cyclone tauktae when this rushed on Arabian sea beside Karnataka