শ্রেয়স আইয়ার ও টি নটরাজন। চোটের কারণে দুজনেই এখন মাঠের বাইরে। দুজনেরই অস্ত্রোপচার হয়েছে। শ্রেয়সের কাঁধে আর নটরাজনের হাঁটুতে। মাঠে ফেরার লক্ষ্যে দুজনেই এখন রিহ্যাব চলাকালীন খুব সিরিয়াস।
ভারতীয় দলের পেসার টি নটরাজন দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক ও একটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। আমেদাবাদে পঞ্চম টি ২০-তে ৩৯ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। পুনেতে তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিকে ৭৩ রানের বিনিময়ে এক উইকেট পান। শেষ ওভারে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের জিততে দরকার ছিল ১৪ রান। শেষ ওভার করতে অস্ট্রেলিয়া সফরে নজরকাড়া নটরাজনের হাতে বল তুলে দেন বিরাট কোহলি। এই ওভারে মাত্র ৬ রান খরচ করায় ভারত ম্যাচ জেতে সাত রানে। জেতে সিরিজও। তবে আইপিএলে হাঁটুর চোটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি নটরাজন। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একটি করে উইকেট পান। হাঁটুর চোটের কারণে এরপর আর আইপিএল খেলতে পারেননি নটরাজন। হাঁটুর অস্ত্রোপচারও হয়।
(ছবি- ইনস্টাগ্রাম)
স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাননি নটরাজন। আজ তিনি ইনস্টাগ্রামে তিনি রিহ্যাবের ভিডিও পোস্ট করে লিখেছেন, অবস্থার উন্নতি হচ্ছে। আগের দিনের চেয়ে রোজই পরের দিনই বেশি ভালো মনে হচ্ছে। আরও বেশি ফিট হয়েই যে জাতীয় দলে ফেরা তাঁর লক্ষ্য সে কথা জানিয়ে দিয়েছেন নটরাজন। পুনেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর কাঁধেও অস্ত্রোপচার হয়েছে। আইপিএল এবং কাউন্টি খেলতে পারেননি। ফিট না হওয়ায় জায়গায় পাননি ইংল্যান্ড সফরের দলেও। শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও টি ২০ বিশ্বকাপের আগে তিনি যে ফিট হয়ে যাবেন সেই ইঙ্গিত দিয়েছেন শ্রেয়স। নিজের রিহ্যাবের ভিডিও পোস্ট করে যেটা বোঝাতে চেয়েছেন তা হলো খুব দ্রুতই তিনি মাঠে ফিরছেন।
Work in progress 🚧 Watch this space 😏 pic.twitter.com/HyVC8036yh
— Shreyas Iyer (@ShreyasIyer15) May 13, 2021