চন্ডীগড়: দিনকয়েক আগেই কোভিড (COVID-19) আক্রান্ত হয়েছেন ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মা ও বাবা। পরিবারে চলতে থাকা কঠিন সময়ে চাহাল তাঁর মনের অবস্থা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে। নিজের ইনস্টাগ্রামে মা,বাবা ও সহধর্মিনী ধনশ্রীর সঙ্গে ছবি দিয়ে আবেগঘন পোস্টে চাহাল লিখেছেন, ‘আসল মানুষগুলিকে সবসময় কাছে রেখো’ (Keep the real ones close)।
দিনকয়েক আগে লেগ-স্পিনারের বেটার-হাফ ধনশ্রী (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়ায় চাহালের মা ও বাবার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। একাধিক উপসর্গ নিয়ে চাহালের বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে বাড়িতেই আইসোলেশনে (Home Isolation) থেকে চিকিৎসা চলছে চাহালের মায়ের। ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘আমার শ্বশুর ও শ্বাশুড়ি কোভিড আক্রান্ত হয়েছেন। আমার শ্বশুরমশাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমার শ্বাশুড়ি মায়ের চিকিৎসা বাড়িতেই চলছে। আমি নিজেও হাসপাতালে ছিলাম, সবচেয়ে খারাপ জিনিস আমি সামনে থেকে দেখেছি। সবরকমের সতর্কতা অবলম্বন করে চলছি আমি। দয়া করে আপনারা সবাই বাড়িতে থাকুন এবং নিজেদের পরিবারের যথাযথ খেয়াল রাখুন।’
ধনশ্রী চহালের মা-বাবার কোভিড আক্রান্ত হওয়ার সংবাদের সঙ্গে এও জানিয়েছিলেন যে, যখন তিনি আইপিএলের(IPL) জন্য চহালের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন সেই সময় তাঁর মা এবং ভাইও কোভিড আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু দুঃখের বিষয় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ধনশ্রীর কাকু -কাকিমা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছিলেন জনপ্রিয় ইউ টিউবার (You Tuber)।
কোভিডের কারণে স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণ আরসিবি’র (RCB) স্পিন বিভাগের প্রধান অস্ত্র চাহালের খুব একটা ভালো কাটেনি। সাত ম্যাচে মাত্র চারটি উইকেট নিয়েছেন তিনি। তবে তাঁর দলের জন্য টুর্নামেন্টের প্রথম পর্বটা দারুণ কেটেছে। সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে বেঙ্গালুরু পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ছিল। আশা করা হচ্ছে টুর্নামেন্ট পুনরায় চালু হলে চাহাল আবার তাঁর হারানো ফর্ম ফিরে পাবেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.