আতঙ্কিত অশ্বিন
নিজের টুইটার অ্যাকাউন্টে অন্য এক নেটিজেনের পোস্ট তুলে ধরেছেন রবিচন্দ্রণ অশ্বিন। যেখানে করোনা ভাইরাসের ভয়াবহ আবহে তামিলনাড়ুর বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে সে রাজ্যের হাসপাতালগুলির আইসিইউ-তে বেড পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন পরিষেবা ভেঙে পড়েছে বলেও জানানো হয়েছে। এই খবরে আতঙ্কিত হয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন তামিলনাড়ুর ক্রিকেটার।
দয়া করে ভয় পান
অন্য এক টুইটে রবিচন্দ্রণ অশ্বিন লিখেছেন, যাঁরা এখনও বলছেন অযথা আতঙ্ক ছড়াবেন না, তাঁরা সাবধান হোন। সেই সব সাহসী মানুষদের ভয় পাওয়ার আবেদন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। একমাত্র এভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব বলে মনে করেন রবিচন্দ্রণ অশ্বিন।
করোনা নিয়ে আগেই সচেতন হয়েছিলেন অশ্বিন
বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তার আগেই অতিমারী পরিস্থিতি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। দিল্লি ক্যাপিটালস শিবির ছেড়ে তিনি নিজের চেন্নাইয়ের বাড়ি ফিরে গিয়েছিলেন। যেখানে সেই সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিধ্বংসীভাবে আছড়ে পড়েছিল। তবে এখন সেখানকার পরিস্থিতি আগের থেকে অনেক ভাল বলে জানিয়েছেন ক্রিকেটার।বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তার আগেই অতিমারী পরিস্থিতি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। দিল্লি ক্যাপিটালস শিবির ছেড়ে তিনি নিজের চেন্নাইয়ের বাড়ি ফিরে গিয়েছিলেন। যেখানে সেই সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিধ্বংসীভাবে আছড়ে পড়েছিল। তবে এখন সেখানকার পরিস্থিতি আগের থেকে অনেক ভাল বলে জানিয়েছেন ক্রিকেটার।
ভারতে করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ খানিকটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। একদিনে দেশে নতুন করে তিন লক্ষের কিছু বেশি মানুষের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৭৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় চিন্তা বাড়ছে প্রশাসনের।