করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে টিকাকরণ খুব ই প্রয়োজন। কিন্তু প্রয়োজন হলেও ভ্যাকসিনের ঘাটতি দেখা দিয়েছে সর্বত্র। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণ শুরু হলেও এখনও ভ্যাকসিন ঘাটতির কারণে অনেক জায়গাতেই টিকাকরণ শুরু হতে পারেনি। প্রথম ডোজ মিললেও দেখা নেই দ্বিতীয় ডোজের। এরকম অবস্থায় দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। আর এই নিয়েই ক্ষুব্ধ হয়েছেন টলিপাড়ার ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এর আগে করোনা ভ্যাকসিনের প্রথম টিকা নিয়ে চবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সৃজিত। ৪৫ বছরের কম বয়স সৃজিতের। তাহলে কীভাবে তিনি করোনা টিকা নিতে পারেন? এই প্রশ্ন তুলেছিলেন অনেকে। প্রশ্নের সম্মুখীন হয়েই পোস্ট ডিলিট করে দেন সৃজিত। পরে তিনি জানান, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন করোনা টিকা নেওয়ার বয়স ৪০ করে দেওয়া হয়েছে। সেই কারণেই টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তাই নতুন নিয়ম কার্যকর না হলে করোনা টিকার দ্বিতীয় ডোজ তিনি নেবেন না।