আরব সাগরে ফুঁসছে সাইক্লোন তাউটে, অ্যালার্ট জারি হল দুই এলাকায়

শক্তি বাড়িয়ে আরব সাগরে ক্রমেই ফুঁসে উঠতে শুরু করে দিল সাইক্লোন তাউটে। পূর্ব আরব সাগর ধরে শনিবার সন্ধ্যে পর্যন্ত এগিয়ে যেতে থাকে এই ঘূর্ণিঝড়। সাইক্লোন আপাতত কোন অভিমুখে রয়েছে, বা তার গতিপথ কী সেবিষয়ে মৌসম ভবন একাধিক তথ্য জানিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত তথ্য।

তাউটের অবস্থান

শেষ আপডেট পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, সাইক্লোন তাউটে, আরব সাগরের বুকে উত্তর পছ বরাবর এগিয়ে যাচ্ছে। আপাতত ভয়াবহতা নেই এর গতিতে। শনিবার বিকেলে এই ঝড় পাঞ্জিম -গোয়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে। মুম্বই শহর থেকে এর দূরত্ব ছিল ৫৯০ কিলোমিটার। গুজরাতের ভারভেল থেকে দক্ষিণের দিকে দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করেছে ৮২০ কিলোমিটার দূরত্বে। পাকিস্তানের করাচি থেকে এর দূরত্ব ছিল ৯৪০ কিলোমিটার।

ঝড়ের গতি

শনিবার পর্যন্ত খবর ছিল আরব সাগরের বুকে আপাতত প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে এই ঝড়। তবে অনুমান করা যাচ্ছে সম্ভবত ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে সর্বোচ্চ গতি নিতে পারে সাইক্লোন তাউটে। মনে করা হচ্ছে ১৮ মে গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঝড়।

সতর্কতা জারি

ইতিমধ্যেই গুজরাত ও দিউয়ের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। এর আগে , এই সাইক্লোন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তুতি সম্পর্কীয় খোঁজ নিয়েছেন। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও তিনি কথা বলেছেন। মানুষকে নিরাপদ দবরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ নিয়েও খোঁজ নেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী , তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেরলে প্রবল প্রভাব

এদিকে, সাইক্লোন তাউটের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণী রাজ্য কেরলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। সেখানে বহু জায়গায় গাছ উপড়ে পড়ার খবর রয়েছে সাইক্লোনের প্রভাবে। এদিকে, আগে থেকেই কেরলের বহু জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে লাক্ষাদ্বীপগামী সমস্ত বিমান রবিবার পর্যন্ত বন্ধ করা হয়েছে। কেরলের ৯ জেলায় রয়েছে লাল সতর্কতা।

More CYCLONE TAUKTAE News  

Read more about:
English summary
Cyclone Tauktae to intensify into sever cyclone, Gujarat and Diu on alert