১৬০ কিমি গতিতে ঘূর্ণিঝড় তাউকটের ধেয়ে আসার কাউন্টডাউন শুরু , ঝড়বৃষ্টির তাণ্ডবের বলি ২

আরব সাগরের বুকে ঘূর্ণিঝড় তাউকটে (Taukate ঝড়ের উচ্চারণ তাউটে হিসাবেও করা হচ্ছে) ক্রমেই শক্তি বাড়িয়ে যাচ্ছে। ১৬ মে যাবতীয় ভয়াবহতা নিয়ে এই সাইক্লোনের আছড়ে পড়ার কথা ভারতের দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম ভাগের উপকূলীয় অঞ্চলে। এরই মাঝে এনডিআরএফ থেকে রাজ্য প্রশাসন আলাদাভাবে সতর্কতা অবলম্বন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকেও ইতিমধ্যেই বসেছেন। তবে ঝড় আছড়ে পড়ার আগে তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে সাইক্লোন তাউকটে (Tauktae/তাউকটে/ টাউকটে)।

কেরলের পরিস্থিতি

প্রসঙ্গত, কেরলের একাধিক জায়গায় প্রবল বৃষ্টি পাত শুরু হয়েছে। সেখানের উপকূলীয় এলাকার ২০০০ জনকে ৭১ টি ক্যাম্পে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার জুড়ে ১৪৫.৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত দেখা গিয়েছে কেরলে। মৌসম ভবনের সতর্কতা পেশ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন কেরলের কৃষি ক্ষেত্র এই সাইক্লোনের জেরে প্রবলভাবে প্রভাবিত হবে। প্রভাব পড়বে বিদ্যুৎ সেক্টরেও।

সাইক্লোনের বলি ২

কেরলের এরনাকুলাম , কোঝিকোডে ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর এসেছে। ঝড়ের তাণ্ডবের জেরে এঁদের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে, তাউটের প্রভাবে মুম্বইতে প্রবল বর্ষণের পূর্বাবাস রয়েছে। আজ থেকেই মায়ানগরী সম্ভবত এই সাইক্লোনের বিধ্বংসী রূপ দেখতে পারে প্রবল বর্ষণের হাত ধরে।

গোয়া থেকে ১০০ কিমি দূরে সাইক্লোন!

প্রসঙ্গত, এই মুহূর্তে আরব সাগরের বুকে ফুঁসে উঠতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। আপাতত গোয়া থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন তাউটে। ধীরে ধীরে তা উত্তরমুখী হয়ে সরে যেতে শুরু করেছে। এর আগে রাত আড়াইটে নাগাদ মুম্বই থেকে এই সাইক্লোন ৪৯০ কিলোমিটার দূরে ছিল। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আপাতত ভারতীয় বায়ুসেনা ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ও ১৮ টি চপার মজুত রেখেছে।

১৬০ কিমি প্রতি ঘণ্টার গতি নিয়ে আছড়ে পড়বে

জানা গিয়েছে , সাইক্লোন তাউটে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ধেয়ে আসতে শুরু করবে উপকূলীয় ভাগে। ১৭ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে। মনে করা হচ্ছে ১৭ থেকে ১৮ মে এই ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে গুজরাতের উপকূলে আছড়ে পড়বে।

More CYCLONE TAUKTAE News  

Read more about:
English summary
Cyclone Tauktae to hit Gujarat on 18 May, 2 looses life in Kerala