প্রথম বারের জন্য এফএ কাপ চ্যাম্পিয়ন লেস্টার সিটি, টিয়েলম্যানসে বিদ্ধ চেলসি

প্রথমবারের জন্য ঐতিহ্যবাহী এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করল লেস্টার সিটি। ইউরি টিয়েলম্যানসের বিদ্ধ হওয়া শক্তিশালী চেলসির জন্য এই হার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বড় ধাক্কা বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ম্যাচে প্রাধান্য কায়েম করেও জিততে না পারার আক্ষেপ যাচ্ছে না চেলসির কোচ থমাস তুচেলের। তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সে যে তিনি হতাশ নন, তা জানাতেও তিনি ভোলেননি।

৯০ হাজারের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হওয়া ২১ হাজার দর্শকের সামনে এফএ কাপের ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল লেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল চেলসি। শুরু থেকেই ম্যাচে আক্রমণের ঝড় তোলে থমাস তুচেলের দল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক পরিকল্পিত আক্রমণ তুলে আনার পাশাপাশি বলের নিয়ন্ত্রণও নিজেদের কাছেই রাখে চেলসি। যদিও দুর্দান্ত দক্ষতায় শক্তিশালী প্রতিপক্ষের সব পরিকল্পনা প্রতিহত করে দেন লেস্টার সিটির ডিফেন্ডাররা। উল্টে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে প্রথমার্ধেই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ফেলে লেস্টার। তবে প্রথম ৪৫ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় চেলসি। কিন্তু ফুটবলারদের পারস্পরিক বোঝাপড়ার অভাবে তাদের কোনও আক্রমণই সেভাবে পূর্ণতা পায়নি। উল্টে ৬৩ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল করে লেস্টারের জয় নিশ্চিত করেন ইউরি টিয়েলম্যানস। বেলজিয়াম মিডফিল্ডারের দূরপাল্লার দৃষ্টিনন্দন গোল এফএ কাপের ১৪৯ বছরের ইতিহাসের অন্যতম সেরা বলে বিবেচিত হচ্ছে।

It's time for @LCFC to lift the #EmiratesFACup trophy! https://t.co/3uBKIJXYJ7

— Emirates FA Cup (@EmiratesFACup) May 15, 2021

চেলসি গোল শোধ দেওয়ার সুযোগ যে আর পাননি, তা বললে ভুল হবে। বরং ৬৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোলমুখে ১৩টি শট মেরে লেস্টার সিটির রক্ষণভাগের ফুটবলারদের চাপের মধ্যে রেখেছিলেন থমাস তুচেলের দল। কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেনি নীল জার্সি। অন্যদিকে এর আগে তিন বার এফ কাপের ফাইনালে উঠলেও এই প্রথমবার খেতাব জিতে ইতিহাস রচনা করে গর্ব অনুভব করছেন জয়ী দলের সদস্যরা।

আগামী ২৯ মে পোর্তোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। তার আগে এফএ কাপের ফাইনাল জেতাটা যে গুরুত্বপূর্ণ ছিল, তা মেনে নিয়েছেন থমাস তুচেল। তা বলে এই হারের জের যে ওই ফাইনালেও প্রভাব ফেলবে, তেমনটাও মনে করেন না চেলসি কোচ।

More CHELSEA News  

Read more about:
English summary
Leicester City beat Chelsea by 1-0 in high voltage FA Cup final
Story first published: Sunday, May 16, 2021, 11:33 [IST]