ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। তবে ভারী বৃষ্টি কিংবা ঝড়ের কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, পরবর্তী ২ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে, আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। ঝড়-বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী তিন দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৪ (২৬.৩)
বালুরঘাট ২৬.২ (২৩.৪)
বাঁকুড়া ২৬.৫ (২৫.৫)
ব্যারাকপুর ২৭.৬ (২৭.২)
বহরমপুর ২৫ (২৬.৪)
বর্ধমান ২৫.৪ (২৬.৪)
ক্যানিং ২৮.৪ (২৭)
কোচবিহার ২৩.৭ (২২.৬)
দার্জিলিং ১৩ (১১.৫)
দিঘা ২৮.৩ (২৭.৭)
কলকাতা ২৮.৭ (২৭.৮)
মালদহ ২৫.৪ (২৫.৯)
পানাগড় ২৫.৪ (২৫.৯)
পুরুলিয়া ২৫.১ (২৬.১)
শিলিগুড়ি ২৫ (২১.৪)
শ্রীনিকেতন ২৪.৯ (২৫.৭)