নয়া দিল্লিঃ ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভিআই (ভোডাফোন-আইডিয়া) (VI) অবশেষে ফেব্রুয়ারি মাসে নতুন গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (jio) এই একই মাসে এয়ারটেল (airtel) এর চেয়ে বেশি ব্যবহারকারী যুক্ত করেছে তাদের সংস্থায়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) দেওয়া তথ্য অনুযায়ী, ছয় মাসের মধ্যে এই প্রথমবার বেশি ব্যবহারকারী যুক্ত করতে সক্ষম হয়েছে জিও।
ট্রাই (TRAI) এর দেওয়া তথ্য অনুযায়ী, ভিআই (ভোডাফোন-আইডিয়া) ফেব্রুয়ারি মাসে তাদের সংস্থায় নতুনভাবে যুক্ত করেছে ০.৬৫ মিলিয়ন গ্রাহক। অন্যদিকে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থার জিও এই একই মাসের হিসেবে গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ৪.২৬ মিলিয়ন, যেখানে এয়ারটেল নতুন ভাবে তাদের সংস্থায় গ্রাহক যুক্ত করেছে ৩.৭৩ মিলিয়ন। বিশ্লেষকেরা মনে করছেন, জিওর নতুন ফোনের অফারটি তাদের প্লাটফর্মে ব্যবহারকারীদের আকর্ষণ করতে সাহায্য করেছে।
সম্প্রতি জিও (Jio) জানিয়েছে দেশের ৪২৬.২ মিলিয়ন গ্রাহকের মধ্যে জানুয়ারি-মার্চে সংস্থা নতুন করে ১৫.৪ মিলিয়ন গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে, যেখানে এয়ারটেল এবং ভিআই (VI) (ভোডাফোন-আইডিয়া) ডিসেম্বরের শেষে ৩০৮ মিলিয়ন এবং ২৬৯.৮ মিলিয়ন গ্রাহকদের পরিষেবা দিয়েছে।
ব্রোকার্জ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটাল জানিয়েছে, কিউ ৪ এফওয়াই ২১ এ এয়ারটেল ১৪ মিলিয়ন গ্রাহক যুক্ত করতে পারে এবং ভিআই হারাতে পারে তাদের ১.৮ মিলিয়ন গ্রাহক। ট্রাই এর দেওয়া তথ্যে দেখায় যে, দেশের তিন বৃহত্তম টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআই (ভোডাফোন-আইডিয়া) বাজারে শেয়ার দরের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিলায়েন্স জিও বাজারদর রয়েছে ৩৫.৫৪ শতাংশ, যেখানে এয়ারটেলের (Airtel) রয়েছে মাত্র ২৯.৮৩ শতাংশ এবং ভোডাফোনের রয়েছে ২৪.২০ শতাংশ। এছাড়াও ট্রাই এর তথ্য হাইলাইট করছে যে ২০২১ জানুয়ারিতে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১,১৫৯.৪২ মিলিয়ন, যা ফেব্রুয়ারির শেষে বেড়ে হয়েছে ১,১৬৭.৭১ মিলিয়ন।
ভারতে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যাও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভারতে ২০২১ এর জানুয়ারি মাসে ব্রডব্যান্ড ব্যবহারীর সংখ্যা ছিল ৭৫৭.৬১ মিলিয়ন যা বেড়ে হয়েছে ৭৬৫.০৯ মিলিয়ে। এর সঙ্গে ভারতের প্রথম সারির পাঁচটি ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থার বাজারদর হয়েছে ৯৮.৮৩ শতাংশ বলে জানানো হয়েছে। পাঁচটি প্রথম সারির ব্রডব্যান্ড পরিষেবা মধ্যে রয়েছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এবং আত্রিয়া কনভারজেন্স।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.