করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

করোনা (coronavirus) আক্রান্ত হয়ে প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় (anjan bandyopadhyay)। জি ২৪ ঘন্টা চ্যানেলের এডিটর ছিলেন তিনি। গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার রাত ৯.২৫ নাগাদ প্রয়াত হন তিনি।

আগাগোড়া মেধাবী ছাত্র অঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সির ছাত্র ছিলেন। সেখানে থাকেই বাংলা ভাষায় প্রথম বিভাগে প্রথম হন। স্নাতকোত্তরেও প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। ৩৩ বছরের কর্মজীবন শুরু আনন্দবাজারে। এরপর কখনও ইটিভি, আকাশ বাংলা, ২৪ ঘন্টা, আনন্দবাজার ডিজিটাল এবং শেষে ফের জি ২৪ ঘন্টায় এডিটরের দায়িত্ব পালন করেছেন তিনি।

নির্বাচনের শো করতে তিনি এবার জেলাতেও গিয়েছেন। এরই মধ্যে করোনা আক্রান্ত হওয়ায় ১৪ এপ্রিল বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে সুস্থ হয়ে ফেরতও আসেন তিনি। ছিলেন স্যাটেলাইট সেন্টারে। সেখান থাকে তিনদিনের জন্য বাড়ি। কিন্তু ফের জ্বর আসায় ফের একবার ওই হাসপাতালেই ভর্তি হন। সেখানেই ফুসফুসে প্রবল সংক্রমণ ধরা পড়ে। শরীরে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। তাঁকে হাসপাতালে এইচডিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপর শেষে ইকমো ভেন্টিলেশনে। সেখানেই রাত ৯.২৫-এ প্রয়াত হন তিনি।

দিল্লিতে করোনায় মৃত্যুতে সরকারি নথি আর অন্ত্যেষ্টির ভিন্ন তথ্য, কেজরিওয়াল সরকার তথ্য লুকাচ্ছে, দাবি বিজেপিরদিল্লিতে করোনায় মৃত্যুতে সরকারি নথি আর অন্ত্যেষ্টির ভিন্ন তথ্য, কেজরিওয়াল সরকার তথ্য লুকাচ্ছে, দাবি বিজেপির

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Anjan Bandyopadhyay died due to covid 19 in Kolkata hospital