কী বললেন ব্যানক্রফট
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অপরাধ মেনে নিয়েও ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত সেই অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার। বিশেষ করে দলের বোলারদেরও সে সময় অভিযোগের কাঠগড়ায় তোলা উচিত ছিল বলে জানিয়েছেন প্রাক্তন অজি ওপেনার। তাঁর কথায়, বল বিকৃতির ব্যাপারে দলের সবাই সবকিছু জানতেন। অথচ বেছে বেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও তাঁকে বলির পাঠা করা হয় বলেও জানিয়েছেন হতাশ ক্যামেরন। তাঁর এহেন বক্তব্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার অস্বস্তি যে বাড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
২০১৮-এর বল বিকৃতি কাণ্ড
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট বল বিকৃতির অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। তাঁদের এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। সেই জড়তা কাটিয়ে স্মিথ ও ওয়ার্নার ফিরে আসতে পারলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রত্যাবর্তন ঘটেনি ব্যানক্রফটের।
ভুল করেছিলেন
২০১৮ সালের ওই ঘটনায় যে তিনি ভুল করেছিলেন, তা মেনে নিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। স্বীকার করেছেন যে সচেনতনতার অভাবে তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। একটু সাবধান হলে তিনি এমন কাজ করতেন না বলেও জানিয়েছেন ক্যামেরন। তাঁর জন্য অস্ট্রেলিয়া ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তিনি লজ্জিত বলেও জানিয়েছেন ব্যানক্রফট।
ক্যামেরনের কেরিয়ার
অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন ক্যামেরন ব্যানক্রফট। ৪৪৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২। অস্ট্রেলিয়ার হয়ে একটি টি২০ ম্যাচ খেলার সুযোগ পেলেও কোনও রান আসেনি তাঁর ব্যাট থেকে।