নয়াদিল্লি: আইপিএল (IPL 2021) চলাকালীনই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্য করেছিলেন৷ আইপিএল স্থগিত হওয়ার পর এবার সরাসরি অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷ গুরুগ্রাম পুলিশের হাতে Oxygen Concentrators তুলে দিলেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ব্যাটসম্যান৷
শনিবার গুরুগ্রাম পুলিশের তরফে টুইট করে জানানো হয়, “Taking forward our committed efforts. Grateful to @SDhawan25 for providing Oxygen Concentrators.” অর্থাৎ সোশাল মিডিয়ার মাধ্যমে ধাওয়ানের এই উদ্যোগকে সাধুবাদ জানায় গুরগ্রাম পুলিশ Gurugram Police৷ এই টুইটের উত্তর দিতে গিয়ে ধাওয়ান লেখেন,”Grateful to serve my people in this pandemic through this small token of help! Always ready to help my people and society to my best. India shall rise and shine against this pandemic!”
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের মতোই বিপর্যস্ত গুরগ্রাম৷ শুক্রবার শহরে ২,১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এর ফলে এখনও পর্যন্ত শহরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৯৬০ জন৷ গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫ জন৷ ফলে মৃত্যু বেড়ে হয়েছে ৬৫৩ জনের৷
দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ‘Mission Oyxgen’ help fund-এর মাধ্যমে ২০ লক্ষ(Rs 20 lakh) টাকা দান করেন ‘গব্বর’৷ সোশাল মিডিয়ার ওই বিবৃতিতে ধাওয়ান জানিয়েছিলেন, ‘আমি ২০ লক্ষ টাকা দান করছি৷ এছাড়াও ২০২১ আইপিএলে ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সের ফলে যে পুরস্কার অর্থ তা Mission Oxygen help fund-এর মাধ্যমে অক্সিজেনের প্রয়োজন মেটাতে দান করব৷’ কিন্তু করোনার কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে ২০২১ আইপিএল৷ বায়ো-বাবলের মধ্যে থাকা সত্ত্বেও একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার পর ৪ মে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷
তবে বন্ধ হওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন ধাওয়ান৷ দিল্লি ক্যাপিটালসের এই বাঁ-হাতি ওপেনার ৮টি ম্যাচে ৩৮০ রান করে ‘ওরেঞ্জ ক্যাপ’ নিজের দখলে রেখেছিলেন৷ তিনটি হাফ-সেঞ্চুরি এসেছে ধাওয়ানের ব্যাট থেকে৷ গড় ৫৪-২৮৷ তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে কোভিড ভ্যাকসিন (Covid vaccine) নেওয়ার ছবি পোস্ট করে দেশবাসীকে ধাওয়ান লিখেছিলেন, ‘আমি করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছি৷ প্রথমসারির করোনা যোদ্ধাদের নিষ্ঠা ও স্বার্থত্যাগের জন্য কোনও কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। কোনও দ্বিধায় না-করে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন। ভারইরাসকে হারাতে এটা আমাদের হাতিয়ার।’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.