করোনা মোকাবিলায় রবিবার থেকে 'লকডাউন', একনজরে রাজ্য সরকারের ২৩ দফা নির্দেশাবলী

প্রতিবেশী সবকটি রাজ্য করোনা (coronavirus) মোকাবিলায় লকডাউন (lockdown)ঘোষণা করে দিলেও বাকি ছিল পশ্চিমবঙ্গ (west bengal)। ভোটের পর গিয়েছে ইদ। তারপরেই কার্যত পুরোপুরি লকডাউনের ঘোষণা। লকডাউন ঘোষণা আর তার কার্যকর করার মধ্যে দেওয়া হয়নি ২৪ ঘন্টা সময়। ফলে অনেকেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভিড় করেন বাসে করে বাড়ি ফিরবেন বলে।

বন্ধ স্কুল-কলেজ

সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বন্ধ সরকারি-বেসরকারি অফিস

সমস্ত সরকারি অফিস, বেসরকারি সংস্থা বন্ধ থাকবে। ছাড় থাকছে শুধুমাত্র এমার্জেন্সি এবং অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে। যেমন স্বাস্থ্য, আইন-আদালত, ওয়েলফেয়ার, বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, দমকল পরিষেবা, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন এবং শেষকৃত্যের সঙ্গে সংযুক্ত পরিষেবায়।

বন্ধ শপিং কমপ্লেক্স

শপিং কমপ্লেক্স, মল, বাজার, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, সুইমিং পুল ইত্যাদি বন্ধ থাকবে।

বাজার খোলা

খুচরো বাজার, হাট, যেখানে সবজি, ফল, মুদি, দুধ, পাউরুটি, মাছ, মাংস, ডিম, ইত্যাদি পাওয়া যায় তা সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।

খোলা থাকবে মিষ্টির দোকান

মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

গয়না ও শাড়ির দোকান খোলা

গয়নার দোকান এবং শাড়ির দোকান দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে।

খোলা থাকবে ওষুধের দোকান

ওষুধের দোকান এবং চশমার দোকান স্বাভাবিক সময় অনুযায়ী কাজ করবে।

পার্ক, চিড়িয়াখানা বন্ধ

পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্য ইত্যাদি বন্ধ থাকবে।

ট্রেনের পর এবার বাসও বন্ধ

রাজ্যের মধ্যে সমস্ত লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, বাস পরিষেবা, ইনল্যান্ড জলপথ পরিষেবা ইমারজেন্সি কারণ ছাড়া বন্ধ থাকবে।

গাড়ি-অটোরিক্সা চলাচল বন্ধ

সমস্ত ধরনের ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। ছাড় থাকবে যদি সেই গাড়ি হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ভ্যাক্সিনেশন সেন্টার, এয়ারপোর্ট বা সংবাদমাধ্যমের গাড়ি হয় তাহলে। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের গাড়ি গুলিকে ছাড় দেওয়া হয়েছে।

মেডিক্যাল সাপ্লাই ছাড়া আন্তঃরাজ্য ট্রাক চলাচল

আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে ট্রাক এবং পণ্যবাহী গাড়িগুলির চলাচল বন্ধ থাকবে। ছাড় থাকছে শুধুমাত্র মেডিক্যাল সাপ্লাই, অক্সিজেন, অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ, যার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, পেট্রোল, ডিজেল এবং এলপিজি রয়েছে সেই সমস্ত গাড়ি বাদে।

জমায়েত নিষিদ্ধ

সমস্ত প্রশাসনিক, শিক্ষামূলক, বিনোদন, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েত বন্ধ থাকছে।

সমস্ত শিল্প বন্ধ একমাত্র মেডিক্যাল ছাড়া

সমস্ত শিল্প, উৎপাদন ইউনিট বন্ধ থাকছে। ছাড় থাকছে শুধুমাত্র মেডিক্যাল সাপ্লাই, করোনা প্রোটেক্টিভ যে সমস্ত পণ্য আছে তাতে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত পণ্য উৎপাদন হয় তা খোলা থাকছে। এছাড়া অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার উৎপাদনকারী সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি দুধ, পোল্ট্রি, মাংস উৎপাদনকারী সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে।

চাবাগানে ৫০% হাজিরা

চাবাগানগুলি ৫০% ক্ষমতা নিয়ে চালানো যেতে পারে। অর্থাৎ প্রতি শিফটে কর্মীসংখ্যা কমিয়ে ৫০% করতে হবে।

জুটমিলে ৩০% হাজিরা

জুটমিলগুলিতে প্রতি শিফটে ৩০% ক্ষমতাসহ কাজ করা যাবে।

ই-কমার্সে ছাড়

ই-কমার্স এবং হোম ডেলিভারি হয় এমন পণ্য পরিষেবায় ছাড় রয়েছে।

ব্যাঙ্ক খোলা ১০-২

ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে। এটিএমও নির্দিষ্ট সময় খোলা থাকবে।

খোলা থাকবে পেট্রোল পাম্প

পেট্রোল পাম্প, গাড়ি সারানোর দোকান, এলপিজি গ্যাসের অফিস ডিস্ট্রিবিউশন সেন্টার ইত্যাদি খোলা থাকবে।

খোলা থাকবে কেবল অপারেটর অফিস

প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এমএসও এবং কেবল অপারেটরদের কাজ খোলা থাকবে।

খোলা থাকবে শেয়ার বাজার

সেবি দ্বারা নিয়ন্ত্রিত মার্কেটে কাজ করা সংস্থা খোলা থাকবে।

বিয়ের অনুষ্ঠানে ৫০ জন

বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকা যাবে না। এবং যে শারীরিক দূরত্বও নিয়ম লাগু রয়েছে তা মানতে হবে।

শেষকৃত্যে ২০ জন

শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবেন না। পাশাপাশি সোশ্যাল ডিসট্যান্স আইন মানতে হবে।

আউটডোর অ্যাক্টিভিটি বন্ধ রাত নটা থেকে ভোর ৫ টা

সমস্ত আউটডোর অ্যাক্টিভিটি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকছে। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা এবং ইমার্জেন্সি পরিষেবায় ছাড় থাকছে।

মুখ্যমন্ত্রীর পরিবারেও এবার করোনার ছোবল, মৃত্যু মেজো ভাইয়েরমুখ্যমন্ত্রীর পরিবারেও এবার করোনার ছোবল, মৃত্যু মেজো ভাইয়ের

More CORONAVIRUS News  

Read more about:
English summary
WB Govt order on Lockdown under disister Management Act 2005 from 16 May due to covid-19 surge
Story first published: Saturday, May 15, 2021, 15:10 [IST]