ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউকটে
বছরের প্রথম ঘূর্ণিঝড় আসছে ভারতে। আরব সাগরের বুক চিরে সেটি আছড়ে পড়বে গুজরাত উপকূলে। আগামী ১৭ মে ল্যান্ড ফল করার কথা। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে একাধিক রাজ্যে। কেরল,কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের উপর গিয়ে বয়ে যাবে তাউকটে। কেরল, কর্নাটক, তামিলনাড়ুতে শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষণ। একাধিক রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা।
জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
মহামারি পরিস্থিতির মধ্যেই প্রাকৃতির দুর্যোগ কড়া নারছে। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রাজ্যের কী পরিস্থিতি, কীভাবে কাজ করবে বিপর্যয় মোকাবিলা দল অই নিয়ে শুরু আলোচনা চলছে। একাধিক রাজ্যে সতটা সাহায্য পঠানো হয়েছে তার বিস্তারিক রিপোর্ট নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
বিধ্বস্ত কেরল
তাউকটের দাপট জানান দিতে শুরু করেছে। কেরলের একাধিক জায়গায় গতকাল থেকেই প্রবল বরষণ শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে বউছে ঝোড়ো হাওয়া। ৫০ খেকে ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। একাধিক জায়গায় জলজমে গিয়েছে। কাচা বাড়িঘর ভেঙে গিয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে নৌসেনা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে। নিরাপদ জায়গায় সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তৈরি এনডিআরএফ
তাউকটের মোকাবিলায় ইতিমধ্যেই ১০০ বাহিনী এনডিআরএফ মোতায়েন করা হয়েেছ একাধিক রাজ্যে। মহারাষ্ট্র সরকার বিপর্যয়ের আশঙ্কায় আগামী ২ দিন টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুম্বইয়ের বিশাল কোভিড সেন্টার থেকে করোনা আক্রান্ত রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।