ফরাসি ওপেনের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রোমে সেমিফাইনালে জয়ের রেকর্ড ১২-০ করে ইতালিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন তিনি।
ইতালিয়ান ওপেনে নয়বারের চ্যাম্পিয়ন রাফা এদিন রেইলি ওপেলকাকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৪, ৬-৪। ওপেলকার সার্ভ মারাত্মক বলে আগেই ভালো রিটার্নের জন্য প্রস্তুত ছিলেন রাফা। প্রত্যাশামতোই খেলতে পারায় এদিন তিনি সন্তুষ্ট। ম্যাচের শেষে বলেছেন, যেমনটা চেয়েছিলাম সেটাই করতে পেরে ভালো লাগছে।
🤯
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 15, 2021
2005✅
2006✅
2007✅
2009✅
2010✅
2011✅
2012✅
2013✅
2014✅
2018✅
2019✅
2021✅
Rafa #Nadal is the 1st #IBI21 #ATP Finalist !!! pic.twitter.com/0sNRBy9P5f
প্রি কোয়ার্টার ফাইনালে ডেনিস শাপোভালভের বিরুদ্ধে অবশ্য সাড়ে তিন ঘণ্টার কষ্টার্জিত জয় পেতে হয়েছিল নাদালকে। তবে গতকাল মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জেরেভের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছিলেন রাফা। সহজেই জিতেছিলেন ৬-৩, ৬-৪ সেটে। এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে ৩৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। সেই রেকর্ড স্পর্শ করতে নাদাল এবার আর একটি জয় দূরে। একই ইভেন্টে দশ বা তার বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিও রয়েছে রোমে। এই নিয়ে চতুর্থবার। নাদাল ফরাসি ওপেন খেতাব জিতেছেন ১৩বার। বার্সেলোনায় জিতেছেন ১২ বার। মন্টি কার্লো খেতাব জিতেছেন ১১ বার। ফাইনালে নাদালের প্রতিপক্ষ নোভাক জকোভিচ বা লোরেঞ্জো সোনেগো।
🎯#IBI21 Final🎯@iga_swiatek beats C. #Gauff 76 63#tennis #WTA pic.twitter.com/uNukcAxQ6D
— Internazionali Bnl (@InteBNLdItalia) May 15, 2021
এদিকে, ইতালিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন ক্যারোলিনা প্লিসকোভা ও ইগা সোয়াতেক।