মুম্বইঃ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), নব্বই দশকের হার্ট থ্রব। যিনি কেবল একজন অসাধারণ অভিনেত্রী নন, একই সঙ্গে দুর্দান্ত কথ্যক নৃত্য শিল্পীও। বলিউডের ‘ধাক ধাক গার্ল’ আজ ৫৪ বছরে পা দিয়েছেন। মাত্র ১৭ বছর বয়সে রাজশ্রী প্রোডাকশন (Rajshri Production) এর হাত ধরে ‘অবোধ’ (Abodh) ছবিটি দিয়ে তার বলিউডের যাত্রা শুরু। তবে ১৯৮৮ সালে তেজাব (Tezaab) তাকে প্রকৃত খ্যাতি এনে দিয়েছিল। তারপর থেকে একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিস মাতিয়ে রেখেছিলেন তিনি। ২০০০ সালে মাধুরী দীক্ষিত ‘Actress of the Millennium’ এর খেতাব পেয়েছিলেন। ‘গিনিস বুক অফ রেকর্ডস’ সর্বাধিক বেতনের ভারতীয় অভিনেত্রী হিসাবে তার নাম ঘোষণা করেছিল।

মাধুরী বলিউডে যখন পা দিয়েছে তখন শ্রীদেবি বলিউড দাপিয়ে বেড়াচ্ছে। তার পরেও মাধুরী নিজের অভিনয় গুণে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। মাধুরী অসংখ্য জনপ্রিয় সিনেমার পাশাপাশি বলিউডে কিছু আইকনিক নৃত্য পরিবেষণ করেছেন যা আজ এবং আজ থেকে পঞ্চাশ বছর পরও দর্শকদের এবং নবীন শিল্পীদের কাছে চিরস্মরণীয় থাকবে। তার কিছু সেরার সেরা গানের তালে নাচের তালিকা দেখে নেওয়া যাক;

১) ধাক ধাক করনে লাগা (Dhak Dhak Karne Laga) – ১৯৯২ সালে ইন্দ্র কুমারের পরিচালিত ‘বেটা’ (Beta) ছবির গান। মাধুরী দীক্ষিতের সঙ্গে ছবিতে ছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। এই গানের চরম জনপ্রয়তার পর থেকে মাধুরী দর্শক মহলে ‘ধাক ধাক গার্ল’ নামেও খ্যাত।

২) এক দো তিন (Ek Do Teen) – ১৯৮৮ সালের রোম্যান্টিক ছবি ‘তেজাব’ (Tezaab)র গান। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং মাধুরী। ছবির পরিচালক এন চন্দ্র।

৩) চোলি কে পিছে কেয়া হ্যায় (Choli Ke Peeche Kya Hai) – ১৯৯৩ সালে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং জ্যাকি শ্রফের (Jackie Shroff) সঙ্গে মাধুরী কাজ করেছেন ‘খলনায়ক’ (Khalnayak) ছবিতে। সুভাষ ঘাই (Subhas Ghai) পরিচালত এই ছবির গান ‘চোলি কে পিছে’ অভিনেত্রীর অন্যতম জনপ্রিয় একটি গান।

৪) চানে কে খেত মে (Chane Ke Khet Main) – ১৯৯৪ সালে রাহুল রাওাইল পরিচালিত রোমাঞ্চকর ছবি ‘আনজাম’ (Anjaam) এ শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত প্রথম একসঙ্গে কাজ করেছেন।

৫) ডোলা রে ডোলা (Dola Re Dola) – ২০০২ সালের অত্যন্ত জনপ্রিয় একটি ছবি সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ (Devdas)। শাহরুখ, ঐশ্বর্য এবং মাধুরী অভিনীত এই ছবির প্রতিটি গানই দর্শকদের মনে আলাদা স্থান করে নিয়েছে। এই ছবির ‘ডোলা রে ডোলা’ গানে বলিউডের দুই সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য এবং মাধুরী একসঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেষণ করেছেন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.