গঙ্গায় ভাসছে লাস
বিহার-উত্তর প্রদেশের একাধিক জায়গায় গঙ্গায় থরে থরে ভেসে আসছে লাশ। গাজিপুর থেকে বক্সার বিস্তির্ণ এলাকায় গঙ্গায় দেহ ভেসে উঠতে দেখা যাচ্ছে। তাতেইআতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এদিকে গঙ্গা থেকে যাঁরা দেহ গুলি টেনে এনে সৎকারের জন্য নিয়ে যাচ্ছে তাঁদের পরনে পিপিই কিট নেই। তাতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
বাংলাতেও দেহ ভেসে আসতে পারে
বিহার-উত্তর প্রদেশ থেকে গঙ্গার স্রোতের ধারা বেয়ে বাংলাতেও ঢুেক পড়তে পারে দেহ। এমনই আশঙ্কায় মালদহ প্রশাসন। মালদহের মানিকচকে গঙ্গায় নজরদারি শুরু করা হয়েছে। গঙ্গার তীরবর্তী বাসিন্দাদের আগামী কয়েকদিন গঙ্গায় স্নান এবং গঙ্গার দল পান থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেখানকার মাঝিতে সতর্ক থাকতে বলেছে প্রশাসন। কোনও রকম দেহ ভাসতে দেখলেই যেন প্রশাসনকে জানানো হয় নির্দেশিকা জারি করা হয়েছে।
সংক্রমণ ছড়ানোর আশঙ্কা
সেকেন্ড ওয়েভে করোনা সংক্রমণের সংখ্যা ভয়াবহ আকার নিয়েছে। গ্রামাঞ্চলও সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। লম্বা লাইন শ্মশানগুলিতে। অনেকেই তাই নদীতে দেহ ভাসিয়ে দিচ্ছে বলে অভিযোগ। গঙ্গা তীরবর্তী এলাকা গ্রামের বাসিন্দারাই এই কাজ করছে বলে অনুমান। করোনা আক্রান্ত হয়ে মারা যাবার পর আর তাদের যথাযত সৎকার করা হচ্ছে না একাধিক জায়গায়। যদিও এই নিয়ে তৎপর হয়েছে উত্তর প্রদেশ প্রশাসন।
সচেতনতার বার্তা
গঙ্গায় দেহ ভেসে আসা নিয়ে যোগী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। বিজেপি সরকারের ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এই নিয়ে তুমুল তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন গঙ্গায় লাশ ভাসছে আর প্রধানমন্ত্রী রঙিন চশমা পরে বসে আছেন। গঙ্গায় লাশ ভাসানোর ঘটনা নিয়ন্ত্রণে নদীর তীরবর্তী এলাকায় পেট্রোলিং শুরু করেছে যোগী সরকার।